হরিরামপুরে প্রাকৃতিক বনের শতাধিক গাছ পোড়ানোর অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুরের প্রাকৃতিক বনের শতাধিক গাছ পু্ড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার হারুকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধুমালি চরের প্রাকৃতিক বন পুড়িয়ে দেয়া হয়। এ বন নানা প্রজাতির পাখির আবাসস্থল ছিল।
স্থানীয়রা জানান, স্থানীয় খেরু নামের এক ব্যক্তি জমির ঘাস পোড়ানোর জন্য প্রাকৃতিক বন সংলগ্ন পাশের জমিতে আগুন দেয়। সে আগুন বনের মধ্যে ছড়িয়ে পরে। আগুনে শতাধিক গাছ পুরে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানা গেছে। পরিবেশ বিষয়ক সংগঠন 'হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল বলেন, পরিবেশ সংগঠন 'হরিরামপুর শ্যামল নিসর্গ’ হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর খেয়াঘাট থেকে নারায়ণকান্দি পর্যন্ত সরকারি রাস্তার দুই পাশে প্রায় পাঁচ শতাধিক নানাপ্রজাতির ফুল-ফল ও ঔষধি গাছের চারা রোপণ করেছে। কতিপয় দুর্বৃত্ত অবৈজ্ঞানিক পদ্ধতিতে আগুন জ্বালিয়ে রাস্তার দু’পাশের ঘাস পোড়ানোর অজুহাতে হরিরামপুর শ্যামল নিসর্গ কর্তৃক রোপণকৃত গাছের চারাগুলো পুড়িয়ে হত্যা করেছে। এছাড়া প্রাকৃতিক বনেও আগুন দিয়ে শতাধিক বৃক্ষ পুড়িয়েছে।
এ ঘটনার নিয়মিত পুনরাবৃত্তিতে হরিরামপুর শ্যামল নিসর্গের পরিবেশ কর্মীরা উদ্বিগ্ন। হরিরামপুর শ্যামল নিসর্গ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করছে।
হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, গাছ গুলো দেখলে যে কারো মায়া হবে। সিরাজগঞ্জ জেলার এক কামলা স্থানীয় খেরু নামের এক ব্যক্তির কাজ করে। সে জমির আগাছা পরিষ্কারে আগুন দেয় বলে শুনেছি। সে আগুনে বনের গাছগুলো পু্ড়েছে।হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বলেন, মানিকগঞ্জ জেলার সবচেয়ে সুন্দরতম ও বড় বন হারুকান্দি ইউনিয়নের চরাঞ্চলের এ বন। প্রায় তিন হাজারের বেশি গাছ রয়েছে বনে। এ বনটি পশু ও পাখির আবাসস্থল। বনের ২৩০ টি গাছ পুড়িয়ে দেয়া হয়েছে। এরমধ্যে শতাধিক গাছ ধ্বংস হয়ে গেছে।
আমরা বন বিভাগ থেকে স্থানীয় খেরুর নামে মামলা করেছি।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, কোন মানুষের হৃদয় বলে কিছু থাকলে এমন ঘটনা ঘটাতে পারতোনা। বনের ১১১ টির মতো গাছ পুরোপুরি পুড়ে গেছে । ফরেস্ট অফিসারকে সাথে সাথে ব্যবস্থা নিতে বলেছি। বনে শিগগিরই নতুন করে গাছ রোপন করবো।হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, স্থানীয় খেরুর নাম উল্লেখ করে বন বিভাগ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী
মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’
নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন
সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান
মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড
রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই
মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বড়লেখায় র্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক
শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর
সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান
মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে
মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’
Link Copied