ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

হরিরামপুরে প্রাকৃতিক বনের শতাধিক গাছ পোড়ানোর অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ১১:১৫
মানিকগঞ্জের হরিরামপুরের প্রাকৃতিক বনের শতাধিক গাছ পু্ড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার হারুকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধুমালি চরের প্রাকৃতিক বন পুড়িয়ে দেয়া হয়। এ বন নানা প্রজাতির পাখির আবাসস্থল ছিল।
 
স্থানীয়রা জানান,  স্থানীয় খেরু নামের এক ব্যক্তি জমির ঘাস পোড়ানোর জন্য প্রাকৃতিক বন সংলগ্ন  পাশের জমিতে আগুন দেয়। সে আগুন বনের মধ্যে ছড়িয়ে পরে। আগুনে শতাধিক গাছ পুরে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানা গেছে। পরিবেশ বিষয়ক সংগঠন 'হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল বলেন, পরিবেশ সংগঠন 'হরিরামপুর শ্যামল নিসর্গ’ হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর খেয়াঘাট থেকে  নারায়ণকান্দি পর্যন্ত সরকারি রাস্তার দুই পাশে প্রায় পাঁচ শতাধিক নানাপ্রজাতির ফুল-ফল ও ঔষধি গাছের চারা রোপণ করেছে। কতিপয় দুর্বৃত্ত অবৈজ্ঞানিক পদ্ধতিতে আগুন জ্বালিয়ে রাস্তার দু’পাশের ঘাস পোড়ানোর অজুহাতে হরিরামপুর শ্যামল নিসর্গ কর্তৃক রোপণকৃত গাছের চারাগুলো পুড়িয়ে হত্যা করেছে। এছাড়া প্রাকৃতিক বনেও আগুন দিয়ে শতাধিক বৃক্ষ পুড়িয়েছে। 
এ  ঘটনার নিয়মিত পুনরাবৃত্তিতে হরিরামপুর শ্যামল নিসর্গের পরিবেশ কর্মীরা উদ্বিগ্ন। হরিরামপুর শ্যামল নিসর্গ এ ঘটনার তীব্র প্রতিবাদ  জানাচ্ছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করছে।
 
হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, গাছ গুলো দেখলে যে কারো মায়া হবে। সিরাজগঞ্জ জেলার এক কামলা স্থানীয় খেরু নামের এক ব্যক্তির কাজ করে। সে জমির আগাছা পরিষ্কারে আগুন দেয় বলে শুনেছি। সে আগুনে বনের গাছগুলো পু্ড়েছে।হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বলেন, মানিকগঞ্জ জেলার সবচেয়ে সুন্দরতম ও বড় বন হারুকান্দি ইউনিয়নের চরাঞ্চলের এ বন। প্রায় তিন হাজারের বেশি গাছ রয়েছে বনে। এ বনটি পশু ও পাখির আবাসস্থল।  বনের ২৩০ টি গাছ পুড়িয়ে দেয়া হয়েছে।  এরমধ্যে শতাধিক গাছ ধ্বংস হয়ে গেছে। 
আমরা বন বিভাগ থেকে স্থানীয় খেরুর নামে মামলা করেছি।
 
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, কোন মানুষের হৃদয় বলে কিছু থাকলে এমন ঘটনা ঘটাতে পারতোনা। বনের ১১১ টির মতো গাছ পুরোপুরি পুড়ে গেছে । ফরেস্ট অফিসারকে সাথে সাথে  ব্যবস্থা নিতে বলেছি। বনে শিগগিরই নতুন করে গাছ রোপন করবো।হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম  বলেন, স্থানীয় খেরুর নাম উল্লেখ করে বন বিভাগ লিখিত অভিযোগ দিয়েছে।  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী