গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ ব্রিজ-ঘরবাড়ি ও ফসলি জমি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগলাগাড়ী মিয়াপাড়া, বগলাগাড়ী কোলারপাড় গ্রামের করতোয়া নদী ও ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ বাধসহ কৃষিজমি ও ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। এমন পরিস্থিতির সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি বলে তাদের অভিযোগ।
সরেজমিন মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের পলুপাড়া ব্রিজ এলাকার করতোয়া নদী থেকে ঠিক ব্রিজের নিচ ও ফসলি জমি থেকে অবাধে ভূগর্ভস্থ বালু উত্তোলনের চিত্র দেখা গেছে।
জানা যায়, দরবস্ত ইউনিয়নের বগলাগাড়ী (মিয়াপাড়া) গ্রামের বালুখেকো মঞ্জু, জিন্নু, মিজানুর রহমান, মজিদুল, সাহারুল, মতি, রাজা মিয়া ড্রেজার মেশিন দিয়ে আবাদি জমি থেকে বসতবাড়ির কাছ থেকে আবার কেউ করতোয়া নদীতে ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে আসছে। পলুপাড়া ব্রিজের নিচ থেকে স্থানীয় শাহজাহান সিরাজ টুকু, আতিক, সবুজ মিয়া, সাহি বালু উত্তলোন করে বিক্রি করছে। দীর্ঘদিন ধরে বালু উত্তোলন বাণিজ্য করে চলেছে তারা। একই সাথে বগলাগাড়ী (কোলারপাড়) গ্রমে সাইফুল, মামুন, শাহারুল, ওযাযেজকুনী, সুমন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে দিয়ে বালু পরিবহন করছে। করতোয়া নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে জমা করে বিক্রি করছে ফলে ওই গ্রামের রাস্তা দিয়ে অনবরত ট্রাক্টর যাওয়া-আসা করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওই স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পানিপ্রবাহ কমে যাওয়াসহ বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কৃষিজমি ও বসতভিটাও পড়েছে হুমকির মুখে। পাশপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়ছেন আশপাশের মানুষেরা।
এলাকাবাসীর অভিযোগ, এই বালু বাণিজ্য শুধু বগলাগাড়ী এলাকায় নয়, স্থানীয় ক্ষমতাশীল ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে একাধিক প্রভাবশালী চক্র উপজেলার রাখারবরুজ ইউনিয়নের ধর্মপুর, শাপমারা ইউনিয়নের চকরহিমাপুর, সাহেবগঞ্জসহ বেশকিছু স্থানে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে। এছাড়াও পৌরসভার গাইবান্ধা মোড় নামক স্থানে বালু তোলা ও বিক্রির হিড়িক পড়েছে।
চকরহিমাপুর স্থানের বালু ব্যবসায়ী জানান, বিভিন্ন জায়গায় দোয়া-তাবিজ ও তদবির করে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে।
এ বিষয়ে দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) তসিলদার আলতাব হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ সকালের সময়কে জানান, তসিলদারকে নির্দেশনা দেয়া আছে, এটা বন্ধে প্রোয়জনীয় ব্যবস্থা নেবে।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)