বালাগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রাণ নাশ উদ্দেশ্য ও প্ররোচনা মামলায় গ্রেফতার ০১
সিলেটের বালাগঞ্জ থানায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জনতাবদ্ধে পথরোধ করে প্রাণ নাশের উদ্দেশ্য ও প্ররোচনার অপরাধ মামলায় এজাহারনামীয় ০৪ আসামীর মধ্যে ১ জন আসামীকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, বালাগঞ্জ থানাধীন বোয়ালজুর ইউনিয়নের মোবারকপুর সংলগ্ন এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টায় ০১ নং বাদী জামাল মিয়া (লন্ডন প্রবাসীর) প্ররোচনায় মামলার বাদী রাশিদ মিয়া (৫০) কে পথরোধ করে দেশীয় অস্ত্ৰ-শস্ত্র দিয়ে অতর্কিতভাবে স্টীলের পাইপ, লোহার রড, কাঠের রুইল দ্বারা প্রাণে হত্যার উদ্দেশ্যে এলোপাতারিভাবে মারপিট করে। এমন অভিযোগে গত ২০ নভেম্বর বালাগঞ্জ থানায় রাশিদ মিয়া বাদী হয়ে ১৪৩/৩৪১/ ৩২৩/৩২৪/৩০৭/১০৯/৫০৬ ধারায় যাঁর পেনাল কোড ১৮৬০ বেআইনী জনতাবদ্ধে পথরোধ করে প্রাণে হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর হাড় ভাঙ্গা জখমসহ ভয়-ভীতি ও প্ররোচনার অপরাধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মোবারকপুর গ্রামের মৃত মোঃ তাহির আলীর ছেলে জামাল মিয়া(৪১) (লন্ডন প্রবাসী), নোয়াপাতন গ্রামের মৃত হারিছ আলী ছেলে মো. নুনু মিয়া(৫৫), বাবরকপুর গ্রামের মৃত শইরত উল্লার ছেলে রেজাউল ইসলাম তাহিল (২৩) এবং বুরুঙ্গা গ্রামের মৃত গুড়া মিয়ার ছেলে মুরাদ হোসেন (৪৫) সহ অজ্ঞাতনামা ৫/৭ করে মামলাটি রুজু করা হয়।
এ মামলার এজাহার নামীয় ২নং আসামী নুনু মিয়া গতকাল রাতে বালাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে বলে তথ্য নিশ্চিত করে বালাগঞ্জ থানার কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী জানান, অভিযোগ পাওয়ার পর গতকাল সন্ধ্যায় বালাগঞ্জ থানা পুলিশের একটি দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে একজন আসামী কে গ্রেফতার করেছে। এবং অন্যান্য আসামীদের ধরার চেষ্টায় আছে ওইটিম। আজকে এজাহারনামীয় মামলার ২নং আসামী নুনু মিয়া কে উচ্চ আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, আটককৃত আসামী নুনু মিয়া স্থানীয় আতাউর রহমান হত্যা মামলায় আসামী হয়ে যাবৎজীবন সাজাভোগ করে ছাড়া পান। এ দাগী আসামী বর্তমানে আরো দুইটি মামলায় জামিন নিয়ে সিলেট জজ আদালতে হাজিরা দেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫