বগুড়ায় পরোয়ানাভুক্ত আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলায় গ্রেফতার ৬

বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর মধ্যপাড়া থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলায় গ্রেফতার ৬জন ।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এএসআই মোঃ মকিম উজ জামান, সঙ্গীয় এএসআই মোঃ হাবিবুর রহমান জিআর ৩৬৮/২০২২ ও ৬৬৪/২০২২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত আসামী আহাম্মদ আলী (৪০), পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম-খানপুর,থানা-শেরপুর, জেলা-বগুড়া ।
গ্রেফতারকৃতরা ১। আহাম্মদ আলী (৪০), পলাতক আসামী ২। মোঃ মোহর আলী (৫৮), ৩। মোহাম্মদ আলী (৫০), সকলের পিতা-মৃত আব্দুর রহমান, ৪। মোঃ আব্দুর রশিদ (২৮), পিতা-মোঃ মোহর আলী, ৫। মোছাঃ বুলি খাতুন (৩৮), স্বামী আহাম্মদ আলী, ৬ মোছাঃ আকলিমা খাতুন (১৯), পিতা-আহাম্মদ আলী, ৭। মোঃ রেজাউল করিম (২০) পিতা-মোহাম্মদ আলী, সকলের গ্রাম খানপুর, থানা-শেরপুর, জেলা- বগুড়া আরো কয়েক জন অজ্ঞাতনামার বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
শেরপুর থানার জিডি নং-৯৮৭, মূলে ২২ নভেম্বর মঙ্গলবার রাতে গ্রেফতারী পরোয়ানা তামিল/মাদক/অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে জিআর মুলে গ্রেফতারী পরোয়ানা মূলে শেরপুর থানার খানপুর ইউনিয়ন এলাকায় খানপুর গ্রামে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আহাম্মদ আলী (৪০), পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম-থানপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করার জন্য বাড়ীতে অভিযান চালান গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আহাম্মদ আলীকে তাহার বাড়ি থেকে রাত ৯ টার সময় গ্রেফতার করার সময় আসামী গ্রেফতারে বাধা দিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং চিৎকার করিতে থাকে। আসামীর চিৎকারে এজাহার নামীর ১০/১২ আসামী মোঃ মোহর আলী, মোহাম্মদ আলী, মোঃ আব্দুর রশিদ, মোছাঃ বুলি খাতুন, মোছাঃ আকলিমা খাতুন, রেজাউলসহ অজ্ঞাতনামা আরো কয়েক জন আসামী হাতে লাঠি সোটা দিয়ে দলবদ্ধভাবে পুলিশের উপর হামলা করে পুলিশদের মারপিট করে গ্রেফতারকৃত আসামী আহাম্মদ আলীকে ছিনাইয়া নেওয়ার চেষ্টা করে।পুলিশের উপর আক্রমন করে সরকারী কাজে বাধা প্রদান করে দায়ীত্বরত পুলিশকে মারপিট করে গুরুতর ও রক্তাক্ত জখম করে।
একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মহির উদ্দিন (ইউপি সদস্য), মোঃ সাজেদুর রহমান, উভয় গ্রাম-খানপুর, মোঃ আঃ কুদ্দুস,গ্রাম-খানপুর দহপাড়া, সকলের থানা-শেরপুর, জেলা-বগুড়াগণ ঘটনাস্থলে আসলে আসামীরা ঘটনাস্থল হইতে দৌড়াইয়া পালিয়ে যায়। আসামীদের মারপিটের কারণে এএসআই মকিম উজ্জামান ও এএসআই মোঃ হাবিবুর রহমান শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার গ্রহন করে। ওই রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীও আসামি ৭জনের মধ্যে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় শেরপুর থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ওসি (তদন্ত) লাল মিয়া দৈনিক সকালের সময়কে জানান, ঘটনায় এজাহার নামীও ৭জন আসামীর মধ্যে ছয়জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তনাধীন রয়েছে।
এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা
Link Copied