ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

কবি এবি ছিদ্দিকের এক গুচ্ছ কবিতা


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৩:৩০

কিছু শব্দের বুঁদবুঁদ কান্নার গল্প
এবি ছিদ্দিক

কিছু আজন্ম শব্দ চৌদ্দ পুরুষ হতে আঁতুর ঘরে
মাটিতে হামাগুড়ি দিয়ে দিয়ে 
রাত থেকে দিন হয়
কালো থেকে আলো হয়
তবু আজকাল ওদের বিরুদ্ধে খয়রাতি মিছিল হয়
কখনো ওদের কারণে আগুন আগুন খেলা হয়।

যদিও চোখের জলে ভেসে যায় কবিতার খাতা
কেউ দেখে..কেউ দেখে না..
যেমন শীতে পিঠার ভক্তের অভাব থাকে না
সমকালীন ঐতিহ্যে জল আর ছলের কানাকড়ির মূল্যও থাকে না।

চারুলতা সুখ
এবি ছিদ্দিক 

কেউ সেদিন বলে গেলো 
চারুলতার বৈভবহীন ঘর-সংসার!
স্বপ্নমাখা লালচে চোখ
চারুলতার নখ! 
তবু দুপুরের ভাতঘুমে জাগ দেয় লগ্নহীন সুখ!

ভাবতেই লাগে!  আহ্! লাগে 
একটু বেশি হলে মন্দ কি!
বুকের বাঁ-পাশটা অতীত চেখে
বিকেলের সোনা রোদ- মাধবীলতায় রঙ মাখে।

 

প্রথম প্রেমিকের আহ্বানে
এবি ছিদ্দিক 

ভোরের কুয়াশায় আবৃত মেঠো পথ
কঁচি ঘাসের ডগায় টলমলে শিশির
ঘাসের উপর নগ্ন পায়ের ছোপ ছোপ দাগ
একটু আগে কেউ সন্তর্পণে চলে গেছে
একটি আধভেজা চিরকুট পড়ে আছে
কুয়াশাসিক্ত শিশিরের উপর
চিরকুটে স্পষ্টাক্ষরে লেখা 
প্রথম প্রেমিকের আহ্বানে ফুটলো ফুল।

এমএসএম / এমএসএম