ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

অসংখ্য শিল্প-কারখানায় হাসেম ফুডের মতো অবস্থা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২১ বিকাল ৫:৫৫

রূগপঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুডে অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, দেশের অসংখ্য শিল্প-কারখানায় হাসেম ফুডের মতো অবস্থা বিরাজ করছে। দেশে অস্বাস্থ্যকর ও অনিরাপদ কর্মপরিবেশে লাখ লাখ শ্রমিক কাজ করছে। অসংখ্য শিল্প-কারখানায় এমন ঘটনা ঘটছে। সরকারি প্রতিষ্ঠানগুলোগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে এমন দুর্ঘটনা ঘটত না ‍এবং এত শিশু শ্রমিক এখানে কাজ করতে পারত না। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল হাসেম ফুডে অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় কারখানা পরিদর্শন শেষে নজরুল ইসলাম এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা এ প্রতিষ্ঠানের মালিকের অবহেলার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে তার চেয়ে বেশি নিন্দা জানাই সরকারি প্রতিষ্ঠানগুলোর। এসব প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে রিপোর্ট নিতে হয় ও ট্যাক্স দিতে হয়। সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো দায়িত্ব পালন করেনি তাই এতোগুলো মানুষ অকালে জীবন দিয়েছে। এখানে যারা কাজ করেছে তাদের কোনো নিয়োগপত্রও ছিল না। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের জন্য আমরা দাবি জানাই। রানা প্লাজায় যারা মারা গেছে তাদের আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হয়েছে। রানা প্লাজার শ্রমিকদের যে হারে ক্ষতিপূরণ দেয়া হয়েছে হাসেম ফুডের শ্রমিকদেরও সে হারে ক্ষতিপূরণ দেয়া হোক। এ উদ্যোগ নেয়ার দায়িত্ব সরকারের। নাগরিকের ও জীবন ও মাল রক্ষার দায়িত্ব সরকারের। আমরা জানি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না তাই জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে না। কিন্তু যেহেতু তারা ক্ষমতায় এসেছে, তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা স্বীকার করতে হবে। অকালে মৃত ও আহত মানুষের পাশে দাঁড়াতে হবে।  

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. তৈমুর আলম খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ন, তারাব পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / জামান

কর্ণফুলীতে সংবাদ সম্মেলনে ভূমি বিরোধে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ

মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত: হাসপাতালে মৃত্যু

কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

চাঁদাবাজির অভিযোগ নিয়ে অস্ত্র শাখার দায়িত্বে আরএনবির আনোয়ার

ত্রিশালে বিএনপিনেতার মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল

নেত্রকোনার কলমাকান্দায় দাখিল মাদ্রাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ

কুমিল্লায় জামায়াতের জুলাই সনদ ও পিআরসহ ৫দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

হাসিনাকে 'মা' ডাকা আশুলিয়ার আঃলীগ নেত্রী গাজী নাছরিন আক্তার নাজ এখনো মামলাহীন ধরাছোঁয়ার বাইরে

আ'লীগ- বিএনপি মিলেমিশে রায়পুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে বেপরোয়া

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা

বাঘায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নোয়াখালী বিভাগের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন