ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

অদক্ষ্য অপ্রাপ্ত বয়স্কদের দিয়েই চলছে অবৈধ যানবাহন, বেড়েছে দুর্ঘটনা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৫:২৬

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ যানবাহন ট্রলি, নসিমন, করিমন, ভটভটি, ট্যাফে ট্রাক্টর (কাকড়া গাড়ি) ও ইজি বাইকে দুর্ঘটনা বেড়েই চলেছে। মোটা অংকের মাসোয়ারা দিয়েই এসব যানবাহন চলছে বলে জানিয়েছেন চালকেরা। এছারাও এসব অবৈধ যান চলাচল বন্ধের কোন উদ্যোগ চোখে পড়ছে না, এমনটিই জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, হরিরামপুরে অবৈধ বালু খেকোদের, বালু, ইট, মাটি ও মালামাল বোঝাই ট্রলি, নসিমন-করিমন, ভটভটি, ট্যাফে ট্রাক্টর (কাকড়া গাড়ি) দ্রুত গতি এবং অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। চালকেরা দ্রুত গতিতে চালিয়ে থাকে, বেশিরভাগ চালকের বয়স ১২-১৫-১৭ বছরের মধ্যে। একের পর এক রাস্তায় মানুষ হত্যা করছে তারা। সম্প্রতি পাঁচটি দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনা ঘটেছে। 

গত মঙ্গলবার বিকেলে ট্রাক্টর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে সন্ধ্যায় মারা যান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুলাহ সায়েম লিপু। সদা হাস্যজ্বোল লিপু ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি ওয়াল্টন কোম্পানীর বিপনন কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলো।

এর আগে ১৮ সেপ্টেম্বর   উপজেলার ঝিটকা- মাচাইন আঞ্চলিক সড়কের বাল্লা ইউনিয়নের ঝিটকা দফাদার পাড়া গ্রামে ট্রলি (ট্রাক্টর দিয়ে তৈরি) চাপায় এক বৃদ্ধা মারা যান। এঘটনারও আগে ট্রলি চাপায় এক কিশোর ও এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে । 

উপজেলার গালা ইউনিয়নের আলমদী এলাকায় মুদি দোকানদার শারিরীক প্রতিবন্ধী মোঃ মোখলেস (৪০) কে নসিমন ধাক্কা দিলে ১৭ জুলাই মোখলেস মারা যান। 

গত ১০ মে নসিমন ও ইট ভর্তি ট্রাকের সংঘর্ষে  হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের লালচান মোল্লার ছেলে নছিমন চালক এরশাদ মোল্লা (৩০) মারা যান।  এ বছরের ৪ এপ্রিল  ট্রলির চাপায়  হরিরামপুরের বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি  ইব্রাহিম আনান রোমান  (২২) নিহতের ঘটনা ঘটে। 

এছড়া ইজিবাইকেও প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এদিকে বালু ভর্তি ট্রাক, ট্রলি ও কাকড়া গাড়িতে পর্দা না থাকায় ধুলোতে পথচারীরা ভোগান্তিতে পরেছে। এছারা বিভিন্ন স্থানে এসব যানবাহন রাস্তা দখল করেই বালু ফেলার কারণে ভোগান্তি পৌহাতে হচ্ছে পাবলিকের।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ বলেন, অবৈধ বালু ব্যবসায়ীরা বালু পরিবহনে ট্রাক্টর দিয়ে কাকড়া গাড়ি,  ট্রলিসহ অবৈধ যানবাহনে নিয়ে থাকে। অবৈধ  বালু ব্যবসা মানে অবৈধ এ গাড়ি চলবেই। তাই অবৈধ বালু ব্যবসায় ব্যবহৃত অবৈধ সকল যানবাহন বন্ধ করার দাবি জানাই। 

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,  অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, অনেক সময় অপ্রাপ্ত বয়স্করা এসকল যানবাহনের চালক থাকে। দ্রুত গতিতে এরা চালায়।  এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে। 

 

প্রীতি / প্রীতি

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় র‍্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’