ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অবৈধ কমিটি দিয়ে চলছে জয়পাড়া বাজার পরিচালনা


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২-১২-২০২২ বিকাল ৫:৪

ঢাকার দোহার উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার জয়পাড়া বাজার। যেটি আগে দেবীনগর বলে পরিচিত ছিল। এই জয়পাড়া বাজার দোহার উপজেলার ব্যবসা বাণিজ্য এবং রাজনীতি-অর্থনীতি ও সামাজিক কার্যক্রমের প্রধান কেন্দ্র। কিন্ত বাজার পরিচালনায় নেই কোন নিয়মিত নির্বাচিত কমিটি। প্রায় ২০ মাস জয়পাড়া বাজারের নির্বাচন বন্ধ। গত ২০২১ সালের এপ্রিল মাসে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ রোধে নির্বাচন স্থগিত করেন দোহার উপজেলা প্রশাসন। কিন্ত সেই স্থগিতাদেশ আর প্রত্যাহার হয়নি। হয়নি আর কোন নির্বাচন। এতে চরম সংকতে বাজার ব্যবস্থাপনা।

এতে নীরব অসোন্তষ বিরাজ করছে বণিক সমিতির সদস্যদের মাঝে। নির্বাচন দেওয়ার জন্য জেলা সমবায় অফিসার শিহাব উদ্দিন একটি চিঠি দেয় সেই চিঠিতে ঐ কমিটিকে অবৈধ ঘোষণা করে নির্বাচন করতে বলা হয়। কিন্তু প্রভাবশালীদের কারনে বিশ মাসের বেশি এই নির্বাচন হচ্ছে না। বাজার ব্যাবসায়ীদের দাবি টাকা দিয়ে নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। সেই সাথে বাজার ব্যাবসাইদের দাবি নতুন তফসিলে নির্বাচন হওয়া।

সহ-সভাপতি প্রার্থী নুরুল ইসলাম বলেন, জয়পাড়া বাজারের নির্বাচনের জন্য জেলা সমবায় অফিস মোঃ শিহাব উদ্দিন একটি চিঠি দেয় উপজেলা সমবায় অফিস এ । সেই টিঠিতে সেসময়ের কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়। সেই সূত্রে অবৈধ কমিটির মাধ্যমে জয়পাড়া বাজার পরিচালনা হচ্ছে। তিনি আরো বলেন, আগে যেমন নির্বাচনের আমেজ ছিল এখন সেটি নাই আর তাছাড়া আমার এখন বয়স হয়েছে তাই আমি এবার নির্বাচন করবো না।

নির্বাচনের বিষয় জয়পাড়া বাজার ফানির্চার ব্যাবসায়ী হারুন চোকদার বলেন, এখন আমাদের দাবি এই জয়পাড়া বাজারের নির্বাচন হওয়ার। কমিটিতে থাকা বাজার সেক্রেটারি দেলোয়ার হোসেনের বাঝি বাজারে ভিতরের বিভিন্ন রাস্তা দখল করে রেখেছে। নির্বাচন হলে নতুন কেউ আসলে এমনটা হবে না বলে আমি মনে করি।তিনি আরো বলেন, আমাদের বাজারে থেকে মাসিক চাঁদা উঠে সেই চাঁদার টাকা কোথায় যায় কি হয় আমরা কিছুই জানি না। আমাদের বাজারে আগুন লাগলে নিভানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পানির ব্যাবস্থা নেই। তাছাড়া ভিতরের রাস্তা গুলো আরো বড় করা প্রয়োজন সেই সাথে সংষ্কার ও দখল মুক্ত করাও প্রয়োজন। আমরা বাজারের  উন্নয়নের জন্য উন্নয়ন ফ্রী দিয়ে থাকি সে গুলো কাজে না লাগিয়ে তিনি নিজেই খেয়ে ফেলতেছে।  এমনকি তিনি নিজেই টাকা দিয়ে নির্বাচন আটকিয়ে রেখেছে। তাছাড়া এই বাজারের আয় ব্যায় এর কোন অডিটও করা হয় না। তাই এখন আমাদের দাবি নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ দেওয়া হোক।

ঐ বাজারের আরেক জন ব্যাবসায়ী জিয়াউর হক বলেন, উপজেলা প্রশাসনের কাছে আমাদের দাবি যাতে দ্রুত  জয়পাড়া বাজারের নির্বাচন দেয়। আর নতুন কমিটি না থাকায় অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তার মধ্যে অন্যতম হল আমাদের জয়পাড়া বাজারে সুচাগার নেই সেটির স্থাপন করা। এবিষয়ে ঐ কমিটিতে থাকা সেক্রেটারি ও অভিযুক্ত ব্যক্তি দেলোয়ার হোসেনের মাঝির সাথে মুঠোফোনে কথা হলে তিনি খারাপ ভাষা ব্যবহার করে বলেন, নির্বাচনের বিষয় ঢাকা গিয়ে জানো আমি কিছু জানি না। আপনার কারনে নাকি নির্বাচন স্থগিত হয়ে আছে? এমন প্রশ্ন করলে তিনি খারাপ ভাষা ব্যবহার করে বলেন, এ কথা কে বলেছে তাকে আমার সামনে নিয়ে আয় আমি তাকে দেখে নিব। আর নির্বাচনের  বিষয় তোরা জানার কে তোরা তো এ বাজারের ভোটার না এ কথা বলে তিনি কলটি বিছিন্ন করে দেন।

এবিষয়ে দোহার উপজেলার সমবায় সমিতির অফিসার আরিফা বানু বলেন, আমি জানতে পেরেছি জয়পাড়া বাজারে নির্বাচন বন্ধ রয়েছে। এই নির্বাচন যাতে দ্রুত হয় সে জন্য আমি আমার জেলা সমবায় অফিসার মোঃ শিহাব উদ্দিন স্যারকে একটি চিঠি দিয়েছি। সেই অবৈধ ঘোষণা করা চিঠিটিও আমি পেয়েছি।  নিয়ম অনুযায়ী 
বাজার কমিটির উচিৎ ছিল আহ্বায়ক কমিটি গঠন করা কিন্তু তারা করে নাই। তিনি আরো বলেন,  আগামী ৫ ডিসেম্বর আমাদের জেলা সমবায় অফিসে একটি মিটিং আছে সেখানে আমি এবিটি নিয়ে আবার আলোচনা করবো এবং চেষ্টা করবো যাতে দ্রুত নির্বাচন হয়।

এবিষয়ে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনে নতুন এসেছি তাই বিষয়টি জানতাম না আমি ইউএনও স্যার এর সাথে এ বিষয় নিয়ে কথা বলবো।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী