ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জলবায়ুর বিরূপ প্রভাবে সাগরে নেই ইলিশ, চিন্তিত জেলেরা


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১২:৩০
জলবায়ুর বিরূপ প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার বঙ্গপোসাগর উপকূলে ইলিশ মাছ না থাকায় জেলে ও মহাজনসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের মাথায় হাত পড়েছে। সমুদ্রের যে স্থানে ইলিশের অভয়াশ্রম বলে খ্যাত, সেই গভীর এলাকায়ও ইলিশ পাওয়া যাচ্ছে না।
 
মেঘনা-তেঁতুলিয়া পাড়ি দিয়ে বঙ্গপোসাগরবেষ্টিত উপজেলার ইউনিয়নের মৎস্য ঘাট থেকে অন্তত ১৫০ থেকে ২০০ কিলোমিটার দূরে গভীর সাগরে জেলেদের পৌঁছতে সময় লাগে প্রায় ১৫-২০ ঘণ্টা। বর্তমান বর্ষা মৌসুমে এই জেলেরাই কেবল এ গভীর সমুদ্রে যায় জীবন ও জীবিকার তাগিদে। এক সপ্তাহের জন্য ইঞ্জিনের তেল, খাবার পানিসহ রান্নার যাবতীয় সরঞ্জামাদি ও মাছ সংরক্ষণে বরফ নিয়ে রওনা দেয় তারা।
 
রোদে পুড়ে এবং ঝড়-বৃষ্টিতে ভিজে সাগরে ইলিশের অভয়াশ্রম এলাকাগুলোতে জাল ফেলার পরে জাল টানার সময় মাঝি-মাল্লাসহ সবার দৃষ্টি থাকে জালের দিকে। চার থেকে পাঁচ ব্যারেল ডিজেল পুড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা জাল টানার পরও ইলিশের তেমন দেখা পাচ্ছে না জেলেরা। এমন পরিস্থিতিতে জেলে ও কোটি কোটি টাকার দাদন দেয়া আড়তদার মহাজনদের চোখ-মুখে চিন্তার ভাঁজ ও মাথায় হাত।
 
বাংলাদেশের সর্বদক্ষিণে চরফ্যাশন উপজেলার দ্বীপ ইউনিয়ন ঢালচর, কুকরি-মুকরি, নজরুল নগর, কলমী, আহাম্মদ পুর, নুরাবাদ ইউনিয়ন। এ অঞ্চলগুলোর প্রায় ৯০ শতাংশ মানুষ মৎস্য শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। ইলিশ মৌসুমে এসব এলাকায় জমজমাট কেনা-বেচায় উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 
তবে চলতি ইলিশ মৌসুমে শুধু এসব ইউনিয়নে নয়, উপজেলার উপকূলীয় এলাকার চরপাতিলা, চরনিজাম, সামরাজ, খেজুরগাছিয়া, কাঙ্গালি, বেড়িভাঙ্গা, তিলখালী, বেতুয়া, কচ্ছপিয়া, বকসী, ডাকাতিয়া, মনুরা ও মাইনুদ্দিনঘাট, হাজীরহাট রাস্তার মাথা এবং ঘোসেরহাটসহ প্রায় ৩০টি ঘাটে ৪২ হাজার হতাশাগ্রস্ত বেকার জেলে ইলিশশূন্যতায় অলস সময় পার করছে। মৎস্যঘাটগুলো ইলিশশূন্য থাকায় উপজেলার হাজার হাজার জেলে বেকার থাকলেও গ্রামের মানুষের অন্য কোনো বিকল্প কাজ খুঁজে না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। ‍আর এসব জেলে পরিবারের দিন কাটছে কঠিন সংকটে।
 
বরফ মিল মালিক ফোয়াদ হোসেন বলেন, দেড় কোটি টাকা খরচ করে বরফ মিল দিয়েছি। প্রায় ৪৫ লাখ টাকা বাকি পড়েছে জেলেদের কাছে। জেলেরা মাছ না পেলে টাকা পরিশোধ করবে কিভাবে জানা নেই এই মিল মালিকের।
 
নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা বসির মাঝি বলেন, গভীর সাগর মোহনায় ৮ দিন ৮ রাত জাল টেনে মাত্র ৫০ কেজি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছি। ২৪ জন লোক আছে আমার টলারে।
 
ঢালচরের জেলে রুস্তম আলী বলেন, সাগরের নোনা জলের মধ্যে ভিজে আড়াই ঘণ্টা জাল টেনে ১৪ জন জেলে মিলে ১১টি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরেছি।
 
জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ইলিশ আগের চেয়ে একটু কম। তবে আরো কিছুদিন পর গভীর সাগরের ইলিশ নদীতে আসবে। তখন ইলিশসহ অন্যান্য মাছ বেশি পাওয়া যাবে। এছাড়াও জেলেদের পুনর্বাসন ও চাল (ভিজিএফ) বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন