কুষ্টিয়ায় জমি জালিয়াতির চক্রের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার
কুষ্টিয়া সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের মকগুল মন্ডলের ছেলে ভূমি দস্যু নজরুল ইসলাম ওরফে সেরেকুল জমি জালিয়াতির চক্রের মূল হোতা অভিযোগ করেছেন কয়েকটি পরিবার। নজরুল ইসলাম আর এস পর্চা জালিয়াতি মাধ্যমে অন্যের ভূমি দখল করার পাঁয়তারা করছে। শুধু তাই নয় প্রতিনিয়ত নিজের জন্য বা টাকার বিনিময়ে রেকর্ড জালিয়াতি, ভুয়া পর্চা, খতিয়ান ও নামজারিও করে আসছেন।
নজরুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ কয়েকটি পরিবার।এ ছাড়াও সাধারণ মানুষের মধ্যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করা তার আরেকটি জালিয়াতির পদ্ধতি। এভাবে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা বাস্তবায়ন করাই তার কাজ।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুমিদস্যু জমি জালেয়াতির চক্রের মূলহোতা নজরুল ইসলাম জাল জালিয়াতি থেকে শুরু করে ভূমি দখল, রেকর্ড জালিয়াতি, ভুয়া নামজারি করে রেজিস্ট্রির ব্যবস্থা করে দেওয়া এমন অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এমনি ঘটনা ঘটেছে নিরীহ কয়েকটি পরিবারের উপর কুষ্টিয়া থানাধীন কালিশংকরপুর মৌজার সি , এস নং ৫৯৫ খতিয়ানের ০৬ একর জমি জীবন মন্ডল আট আনা পাঁচকর ও হয়বত মন্ডলের নামে একরে আট আনা এবং সি , এস ৮৮২ খতিয়ানে ৮.২৯ একর জমি জীবন মন্ডল ,পাঁচকর , হয়বত মন্ডলসহ অন্যান্য প্রজার নামে প্রচলিত ছিল সত্য জীবন মন্ডল মারা গেলে ২ পুত্র বাহের মন্ডল ও বাশী মন্ডল ওয়ারেশ থাকেন ।
বাশী মন্ডল মারা গেলে ১ পুত্র মন্তাজ মন্ডল ওয়ারেশ থাকে । মন্তাজ মন্ডলের নামে উক্ত জমাজমির এস এ এবং আর , এস রেকর্ড হইয়াছে । মন্তাজ আলী মারা গেলে ৩ পুত্র ৪ কন্যা এই বিবাদীগণ তাহা ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হইয়া স্বত্ত্ববান ও দখলীকার আছেন এবং ওয়ারেশী সম্পত্তিতে পাকা দালান বাড়ী নির্মানে বসবাস করিতেছেন । সি , এস প্রজা জীবন মণ্ডলের কখনই একমাত্র পুত্র বাহের মন্ডল ওয়ারেশ ছিলেন না এবং নয়ান মন্ডল , বাহের মন্ডলের ঔরষজাত পুত্র নহে ।
বাহের মন্ডল জনৈকা নিগারী নেছাকে ২ য় বিবাহ করেন । নিগারী নেছা বাহের মন্ডলের সহিত ২ য় বিবাহ কালে পূর্ব স্বামীর ঔরষজাত পুত্র নয়ান মন্ডলকে নাবালক কালে হাতে করিয়া বাহের মন্ডলের সংসারে আসে । ফলে নয়ান মন্ডল , বাহের মন্ডলের হেতো ছেলে হইতেছেন । বাহের মন্ডল মারা গেলে তাহার প্রথম স্ত্রীর পুত্র ময়ান মন্ডল এবং ২ য় স্ত্রীর গর্ভজাত কন্যা করিমন ও ২ য়া স্ত্রী নিগারী নেছা ওয়ারেশ থাকেন । নিগারী নেছা মারা গেলে তাহার মৃত স্বামীর ওয়ারেশী অংশ গর্ভজাত পুত্র নয়ান মন্ডল সামান্য অংশ প্রাপ্ত হয় এবং কন্যা করিমন ওয়ারেশ থাকে ।
বাদীগণ সম্পূর্ণ মিথ্যা উক্তি মুলে বাহের মন্ডলের ঔরষজাত পুত্র নয়ান মন্ডল দাবী করিয়া অত্র মিথ্যা মোকদ্দমা রুজু করিয়াছেন । বাদীগণ আদালতের ন্যায় বিচারে নালিশী জমিজমাতে কোন অংশ বাবদ ছাহাম প্রাপ্ত হইলে এই বিবাদীগণ সি , এস ৫৯৫ খতিয়ানে নালিশী দাগে ১০৫০ একর এবং সি , এস ৮৮২ নং খতিয়ানে নালিশী দাগের ১৩৭৫ একর জমি বাবদ পৃথক ছাহাম প্রার্থনা করেন এবং কোর্ট ফি প্রদানে সম্মত আছে ।
এলাকাবাসীর দাবি, এর পরও এই ভুমিদস্যু ও জাল চক্রের অপকর্ম-জালিয়াতি কমছে না। বরং বাড়ছে দিন দিন। এতে এলাকার প্রকৃত জমির মালিকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে।
ভুক্তভোগীরা জানায়, এ কাজে তাদের সঙ্গে আছে একটি প্রভাবশালী চক্র। নিজেকে সরকারি চাকুরীজীবী পরিচয় দেন তিনি। আর এ সুবাদেই চলে তার এসব অপকর্ম।
ভুক্তভোগী তাইজান মন্ডল জানান, নজরুল ইসলাম ভুয়া আরএস রেকর্ড পর্চা জালিয়াতি করে আমার জমি দখল করার চেষ্টা করছে। আরেক ভুক্তভোগী হাসান মন্ডল বলেন, নজরুল ইসলাম এলাকায় ভূমি দস্যু, এমনকি তিনি মৃত্যু ব্যক্তিদের নামেও জাল আর এস পর্চা বানায়। এই জালিতে চক্রের মূল হোতাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন নিরীহ কয়েকটি পরিবারসহ এলাকাবাসী।
কুষ্টিয়ার বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা রয়েছে বলে জানা যায় যাহা মামলা নং দেং ঃ-১০/২০২২
প্রীতি / প্রীতি
জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ