আজ কুমিল্লা দক্ষিণ জেলা আ. লীগের সম্মেলন, কামাল-মুজিবের হাতেই তৃণমূলের আস্থা

আজ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন। কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ত্রী বার্ষিক সম্মেলন। তবে তৃণমুলের নেতাদের দাবী বর্তমান সরকারের অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সভাপতি ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব সাধারণ সম্পাদক দায়িত্ব পালনে খুশি ১০ উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা। ২০১৬ সালে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও তাদের দুই জনের হাতেই নিরাপদ ছিল জেলা কমিটি।
তবে বর্তমান কমিটির সদস্যরা লোটাস কামাল ও মুজিবুল হকের বাহিরে গিয়ে গ্রুপিং বা ভিন্ন পথে চলার কোন দৃশ্য দেখা যায়নি। তবে এই ৭১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে কয়েকজন রয়েছে যারা জাতীয় ও দলীয় প্রোগ্রামের কর্মসূচী দিলে তারা অর্থনৈতিক ভাবে সহযোগিতা না করে নিজের পকেটে টাকা ডুকানোই ছিল তাদের কাজ। জানাযায়, কিছু নেতা আছে যারা ব্যবসা, টেন্ডারবাজী ও দৃশ্যমান কোন আয়ের সাথে জড়িত নাই। তাই তারা বসে থাকেন কখন বড় প্রোগ্রাম হবে ও তার থেকে ধান্ধা করা যাবে। দলীয়কর্মী সৃস্টি বা দলের কর্মসূচীর বাহিরে কোন সামাজিক কর্মকান্ডে বা উন্নয়ন কাজে দেখা যায়নি তাদেরকে। মাদক ব্যবসার সাথে জড়িত আছেন অনেকেই।
দলীয় প্রোগ্রামের দায়িত্ব নিয়ে পকেট ভারি করেছেন অনেক নেতা। ২ হাজার টাকা বিকাশ না করলে অংশ নিতেন না প্রোগ্রামে। দলীয় কার্যালয় উন্নয়নের নামে হয়েছে লক্ষ লক্ষ টাকা লুট। এরাই আবার বিভিন্ন গ্রুপিং করে গোপন বৈঠক করেছে এই জেলা কমিটির বিরুদ্ধে। এবার ওই সকল নেতারাই বাদ পড়তে পারেন বর্তমান কমিটিতে থাকা শীর্ষ পদ থেকে। নতুন স্থানে আসতে পারেন দলের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখা ইমেজধারী নেতারা। তবে অভিযুক্ত অনেক নেতার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে বিষয়গুলো তারা জানেন, কখনো তারা জানান দেন নি এসব কাজে লিপ্ত থাকা সহকর্মীদের।
তবে তাদের এই দুই শীর্ষ পদে অন্য কেহ আসলে বিশৃংখলা আর প্রতি হিংসা শুরু হবে দলের তৃণমূলে। সভাপতি পদে আ হ ম মোস্তফা কামাল ও মুজিবুল হক মুজিব দুইজনই সব সময়ে দলের জন্য নিবেদিত ছিলেন। তবে নতুন কেহ নেতৃত্বে আসলে শুরু হতে পারে দলের ভাঙ্গন। ২০১৬ সালে কমিটি হওয়ার পর থেকে দেখা যায়, দলীয় কর্মকান্ডে এই দুই নেতার ছিল সর্বচ্চো ত্যাগ শিকার ও কর্মকান্ড বাস্তবায়ন করেছেন দলের সকল কর্মসূচীতে।
দীর্ঘ ২৮ বছরে এ জেলায় একটি আহ্বায়ক কমিটি ও একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নিয়মিত সম্মেলন ও কমিটি না হওয়ায় পুরোনো কমিটিতে আধিপত্য থাকায় ক্ষোভ প্রকাশ করেন প্রবীণ ও নবীন নেতারা। এদিকে সম্মেলনের স্থান নির্ধারণ নিয়েও রয়েছে আলোচনা ও সমালোচনা। অবশেষে লালমাই উপজেলার বাগমারা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ত্রি-বার্ষিক সম্মেলন। দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ২২ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রয়াত খোরশেদ আলমকে সভাপতি ও প্রয়াত অধ্যক্ষ আফজল খান সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপিকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি হয়।
পরে ২০০৬ সালে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। বর্তমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, প্রয়াত অধ্যক্ষ আফজল খান এবং শফিকুল ইসলাম শিকদারকে যুগ্ম-আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছিল।
পরে দীর্ঘ ২২ বছর পর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও মো. মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ১ সেপ্টেম্বর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক বলেন, সম্মেলনের জন্য কুমিল্লা দক্ষিণের নয়টি উপজেলার মধ্যবর্তী স্থান বাগমারা উচ্চবিদ্যালয় মাঠ নির্ধারণ করা হয়েছে। এসব উপজেলার নেতা-কর্মীদের বিষয়টি বিবেচনা করে এ স্থান নির্ধারণ হয়। জেলায় এটি হবে স্মরণকালের বর্ণাঢ্য আয়োজনের সম্মেলন। ৬০ হাজার লোক সম্মেলনে অংশ নিতে অপেক্ষা করছে। গতকাল বুধবার বিকেলে আমরা সম্মেলন স্থল পরিদর্শন করেছি, সব কিছুর প্রস্ততি সম্পন্ন হয়েছে।
এবিষয় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর বলেন, সম্মেলনের প্রস্ততি চলছে, আমরা সাধারণ সম্পাদক মজিবুল হকের নের্তৃত্বে সম্মেলন স্থল পরিদর্শন করেছি। সম্মেলন স্থল ছাড়াও বাহিরে গাড়ী রাখার জায়গা তৈরী করা হয়েছে। আশা করি এবারের সম্মেলন একটু ব্যতিক্রমী হবে। কেন্দ্রিয়নেতাদের আগমনে আমরা কুমিল্লাবাসী খুশি ও স্বাগত জানাই। আশা করি বিগত দিনে দলের কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখা যোগ্য ব্যক্তিদের যোগ্যদের স্থানে দেয়া হবে। আমরা নতুন নির্বাচিত নেতাদের সাথে ঐক্য হয়ে কাজ করতে চাই।
প্রীতি / প্রীতি

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন
