ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামে মাইশা হত্যার বিচার দাবিতে মানববন্ধন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৫:০
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।বিক্ষোভ চলাকালীন কুড়িগ্রামের বেশ কয়েকজন গুণী ব্যক্তি, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি আন্দোলনের সাথে সহমত পোষণ করে বিক্ষোভে যোগ দেন।
 
এসময় বক্তব্য রাখেন, নিহত মাইশার বাবা মোঃ মোজাফফর হোসেন, ২১ শে পদকপ্রাপ্ত গুণীজন ও বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুল খালেক ফারুক, গণকমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম তাজ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল কাদের, পল্লী চিকিৎসক ফয়জার আলম ও আব্দুর রহমান, স্থানীয় সমাজকর্মী বেলাল হোসেন, আসলাম মিয়া, আহাদ আলী, মিজানুর রহমান, নুর ইসলাম প্রমুখ।
 
বক্তারা কারও প্ররোচনায় প্ররোচিত না হয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাইশা হত্যার প্রকৃত রহস্য উদঘাটন পুর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান।পাবলিক প্রোসিকিউটর এ্যাড. আব্রাহাম লিংকন বলেন, আমরা জানতে পেরেছি ইতোমধ্যে অভিযুক্ত হাসপাতালে তালা লাগানো হয়েছে এবং মামলাও রেকর্ড হয়েছে। তারমানে রাষ্ট্র ব্যবস্থা নেয়া শুরু করেছে। তিনি আরও বলেন, শুধু তালা লাগালেই হবে না। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শাস্তির আওতায় এনে মাইশাকে ন্যায় পাইয়ে দেয়ারও দাবী জানান তিনি। পাশাপাশি তিনি ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
 
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ঢাকার মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের ডাক্তার মো. আহসান হাবীবের মাধ্যমে আলম মেমোরিয়াল হাসপাতালে কুড়িগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের ভেলাকোপা এলাকার মোজাফফর হোসেনের মেয়ে মারুফা জাহান মাইশা'র (৬) ডান হাতের আঙুল অপারেশন করার সময় তার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর কথা গোপন করে ডাক্তারগণ কৌশলে মাইশাকে গ্লোবাল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। অতঃপর ডাঃ আহসান হাবীবের সহযোগীগণ তড়িঘড়ি করে নিজেরা এম্বুলেন্স ভাড়া করে মাইশার লাশ স্বজনদেরসহ গ্রামের বাড়ী কুড়িগ্রামে পাঠিয়ে দেয়। বগুড়ায় পৌঁছার পর এম্বলেন্সের ড্রাইভার অশোভন আচরণ করে লাশ নামিয়ে দেয়। নিরুপায় হয়ে স্বজনরা অন্য এম্বুলেন্স ভাড়া করে মাইশার লাশ বাড়ীতে এনে দাফনের ব্যবস্থা করে। কিন্তু গোসল করানোর সময় গোসল করানো নারীরা  নিহত মাইশার নাভীর নীচে পেট জুড়ে সেলাই দেখতে পান।
 
এ খবর ছড়িয়ে পড়লে মাইশার লাশ দেখতে স্থানীয়দের ভিড় জমে এবং জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এমতাবস্থায় স্বজনরা পুলিশে খবর দেন। কিন্তু ঢাকায় অপারেশন হওয়ায় সংশ্লিষ্ট থানায় মামলার পরামর্শ দিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে নিরুপায় স্বজনরা শিশুটিকে বাড়ির আঙিনায় দাফন করেন।  প্রতিবেশীরা জানান, মাইশার মৃত্যু রহস্যজনক। তারা আরও বলেন, হাতের আঙুল অপারেশন করতে পেট কাটা হলো কেন? এটা সন্দেহজনক এবং রহস্যজনক। তারা মৃত্যুর সঠিক কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
 
দিনমজুর বাবা মোজাফফর হোসেন বলেন, ‘মেয়ের হাতের আঙুল ঠিক করার জন্য ঢাকার মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের ডা. আহসান হাবীবের কাছে যাই। তিনি সবকিছু দেখে বলেন, বুধবার (৩০ নভেম্বর) সকালে অপারেশন করা হবে। রূপনগরে আলম মেমোরিয়াল মেডিক্যালে তার শেয়ার আছে জানিয়ে বলেন, সেখানে অপারেশন করালে খরচ কম লাগবে। বুধবার সেখানে হাতের অপারেশন করার সময় মেয়ে মারা যায়। পরে তারা আমাদের টাকা ফেরত দিয়ে ধমকিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে মেয়েকে গোসল করার সময় স্থানীয় মহিলারা দেখেন, মেয়ের তলপেটের পুরো অংশ সেলাই করা।’
 
তিনি আরও বলেন, হাত অপারেশন করাতে গিয়ে তারা কেন আমার মেয়ের পেট কাটলো? ডাক্তাররা নিশ্চয় আমার মেয়ের পেট কেটে কিডনীসহ অন্যান্য তন্ত্রাদি বের করে নিয়ে আমার মেয়োকে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই।

এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত