ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গাঁজা দিয়ে ফাঁসাতে না পেরে দুই কলেজ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৭:৩৭
মানিকগঞ্জের হরিরামপুরে দুই কলেজ ছাত্রকে গাঁজা দিয়ে ফাসাতে না পেরে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে হরিরামপুর থানা দুই পুলিশ সদস্য ও স্থানীয় একজন এবং ওসির ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল পাঁচ টার দিকে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক খালপাড় পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান,  হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলামের বাসার কাজের লোক মাসুদ এবং আন্ধারমানিক গ্রামের লিয়াকত আলীর ছেলে মামুন গাঁজা দিয়ে পুলিশের সহায়তায় দুই শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে।  এসময় ঢাকা কলেজের শিক্ষার্থী প্রবাসী আক্কাস আলীর ছেলে ফয়সাল আহমেদ এবং দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী পিয়াজচর গ্রামের  নৈমদ্দিনের ছেলে নিজাম উদ্দিন প্রতিবাদ করলে মাসুদ ও মামুন মারধর করে এবং পুলিশের সদস্য জব্বার ও লতিফকে ডেকে আনে। এসময় জব্বার নিজাম উদ্দিনকে লাথি কিল ঘুষি এবং বাঁশ দিয়ে মারধর করে। এছাড়া পুলিশের অপর সদস্য লতিফ ফয়সালকে মারধর করে। নেজাম ও ফয়সালকে হাতকরা দিয়ে থানায় নেয়ার চেষ্টাও করে তারা। স্থানীয়রা আহত নিজামকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। 
 
রামকৃষ্ণপুর ৯ নং ওয়ার্ড সদস্য আবদুল হক বলেন, আন্ধারমানিক পদ্মাপাড়ে ওসির ব্যক্তিগত কাজের লোক মাসুদ এবং স্থানীয় মামুন নামের যুবক দুইজন ছাত্রকে মারধর করে। পরে পুলিশ সদস্য জব্বারসহ দুজন এসে নেজাম ও ফয়সাল নামে দুই ছাত্রকে মারধর করে। 
 
প্রত্যক্ষদর্শী জয়নালের স্ত্রী  বলেন, এলাকার দুইডা ভাল পোলারে গাঁজা দিয়ে পুলিশে দিতে চায় মাসুদ ও মামুন। ওই দুই পোলা নেজাম ও ফয়সাল প্রতিবাদ করলে পুলিশ আইসা নেজাম ও ফয়সালরে মারছে। নিজামরে মাইরা চিহ্বা বাইর করইা ফালাইছে। 
 
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুসা  জানান, আহত অবস্থায় নেজাম নামের এক যুবক হাসপাতালে আসে। আঘাতের ফলে  তার প্রচুর শ্বাসকস্ট দেখা যায়। তাকে অক্সিজেন দেই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 
উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ  বলেন, পুলিশের সোর্স মাসুদ গাঁজা দিয়ে দুইজন ভাল ছেলেকো ফাঁসাতে না পেরে ব্যপক মারধর করেছে। মাসুদ থানার বাজার ও করে। নিজেকে পুলিশও ভাবে। সাথে মামুন নামের একজন ছিলো। ওসির বডিগার্ড জব্বার ও লতিফ ঢাকা কলেজের শিক্ষার্থী ও দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীকে ব্যপক মেরেছে। আমরা এর বিচার চাই।
 
উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, পুলিশ দুজন শিক্ষার্থীকে বেধরক পিটিয়েছে। যা দুঃখ জনক। এসপি মহোদয়কে জানিয়েছি। এর বিচার হতে হবে।
 
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ বলেন,  ঘটনাটি শুনেছি। ব্যবস্থা নেয়া হবে । 

এমএসএম / এমএসএম

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় র‍্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’