ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রায় ফাঁকা
দেশের ব্যস্ততম এই মহাসড়কে উত্তর ও দক্ষিণবঙ্গসহ ২৩টি জেলার যানবাহনের চাপ প্রতিদিন থাকলেও ১০ ডিসেম্বর শনিবার পুরোটাই বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। মহাসড়কের উত্তরবঙ্গ লেনে বাস, ট্রাক'সহ পন্যবাহী বিভিন্ন যানবাহন চলাচল করলেও ঢাকামুখী লেনে কিছু দুরপাল্লার বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেছে।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ আশেকপুর এলাকায় এ চিত্র দেখা গেছে। বিএনপির ঢাকার মহাসমাবেশে নেতাকর্মীরা যাতায়াত বন্ধের পরিকল্পনায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা'সহ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও যাত্রীরা।
অন্যদিকে টাঙ্গাইলের পরিবহন নেতারা জানিয়েছে, ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার (১০ ডিসেম্বর) টাঙ্গাইল থেকে কোন গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।এ সিদ্ধান্তের ফলে শনিবার সকাল থেকেই টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছাড়া হয়নি। এ সকল কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রায় গণপরিবহন শূন্য হয়ে পরেছে।
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানা যায়, গত ২৪ ঘন্টায় ( ৯ ডিসেম্বর রাত ১২টা হতে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) বঙ্গবন্ধু সেতু দিয়ে গণপরিবহনসহ ছোট বড় মিলিয়ে ১৬ হাজার ৬১৬ টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে ঢাকাগামী পরিবহনের সংখ্যার থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা বেশি ছিল। এই সময়ে সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ৯ হাজার ১৩৯টি। এতে টোল আদায় হয়েছে ৮৬ লাখ ১ হাজার ৭০০ টাকা। এ ছাড়া সেতুর পশ্চিম টোল প্লাজা অতিক্রম করেছে ৭ হাজার ৪৭৭ টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ৭১ লাখ ২১ হাজার ৮০০টাকা। পারাপার হওয়া যানবাহনের মধ্যে ২ হাজার ৪১২টি গণপরিবহন সেতু পারাপার হয়েছে এরমধ্যে ঢাকাগামী ১ হাজার ১৯২টি যাত্রীবাহি বাস সেতু পার হয়েছে। স্বাভাবিক সময়ে ১২/১৩ হাজার পরিবহন সেতু পারাপার হয়ে থাকে বলে দাবি করেছেন সেতৃ কর্তৃপক্ষ।
টাঙ্গাইল বাস-কোস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানান, সকল মালিককে বাস চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে। এরপরও যদি তারা সড়কে বাস না নামায় সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি জানান, স্বাভাবিকের তুলনায় সেতু দিয়ে কম সংখ্যক পরিবহন পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীবাহি পরিবহনের সংখ্যা কম ছিল বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
Link Copied