ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রায় ফাঁকা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৬:১২
দেশের ব্যস্ততম এই মহাসড়কে উত্তর ও দক্ষিণবঙ্গসহ ২৩টি জেলার যানবাহনের চাপ প্রতিদিন থাকলেও ১০ ডিসেম্বর শনিবার পুরোটাই বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। মহাসড়কের উত্তরবঙ্গ লেনে বাস, ট্রাক'সহ পন্যবাহী বিভিন্ন যানবাহন চলাচল করলেও ঢাকামুখী লেনে কিছু দুরপাল্লার বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেছে। 
শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ আশেকপুর এলাকায় এ চিত্র দেখা গেছে। বিএনপির ঢাকার মহাসমাবেশে নেতাকর্মীরা যাতায়াত বন্ধের পরিকল্পনায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা'সহ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও যাত্রীরা।
 
অন্যদিকে টাঙ্গাইলের প‌রিবহন নেতারা জা‌নি‌য়ে‌ছে, ঢাকায় বিএনপির মহাসমা‌বেশকে কেন্দ্র ক‌রে অপ্রী‌তিকর ঘটনা এড়া‌তে শনিবার (১০ ডিসেম্বর) টাঙ্গাইল থেকে কোন গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না এমন সিদ্ধান্ত নেয়া হ‌য়েছে।এ সিদ্ধান্তের ফলে শনিবার সকাল থেকেই টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছাড়া হয়নি। এ সকল কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রায় গণপরিবহন শূন্য হয়ে পরেছে।
 
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানা যায়, গত ২৪ ঘন্টায় ( ৯ ডি‌সেম্বর রাত ১২টা হ‌তে ১০ ডি‌সেম্বর রাত ১২টা পর্যন্ত) বঙ্গবন্ধু সেতু দি‌য়ে গণপ‌রিবহনসহ ছোট বড় মি‌লি‌য়ে ১৬ হাজার ৬১৬ ‌টি প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এ‌তে ঢাকাগামী প‌রিবহনের সংখ‌্যার থে‌কে উত্তরবঙ্গগামী প‌রিবহ‌নের সংখ‌্যা বে‌শি ছিল। এই সম‌য়ে সেতুর পূর্ব টোলপ্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ৯ হাজার ১৩৯‌টি। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৮৬ লাখ ১ হাজার ৭০০ টাকা। এ ছাড়া সেতুর প‌শ্চিম টোল প্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ৭ হাজার ৪৭৭ টি প‌রিবহন। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৭১ লাখ ২১ হাজার ৮০০টাকা। পারাপার হওয়া যানবাহনের মধ্যে ২ হাজার ৪১২‌টি গণপ‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছে এরম‌ধ্যে ঢাকাগামী ১ হাজার ১৯২‌টি যাত্রীবা‌হি বাস সেতু পার হ‌য়ে‌ছে। স্বাভাবিক সময়ে ১২/১৩ হাজার প‌রিবহন সেতু পারাপার হয়ে থাকে বলে দাবি করেছেন সেতৃ কর্তৃপক্ষ।
টাঙ্গাইল বাস-কোস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানান, সকল মালিককে বাস চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে। এরপরও যদি তারা সড়কে বাস না নামায় সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি জানান, স্বাভা‌বি‌কের তুলনায় সেতু‌ দি‌য়ে কম সংখ‌্যক প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীবা‌হি প‌রিবহ‌নের সংখ‌্যা কম ছিল বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে শীত মৌসুমের শুরুতেই শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে

শার্শায় ১৫ বাঁওড় দখল কর্মহীন ১ লাখ জেলে

ঠাকুরগাঁওয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস

কাউনিয়ায় চলন্ত বাসে ওঠার চেষ্টা, পড়ে গিয়ে প্রাণ গেল তাজেলের

পিরোজপুরে চলাচলের পথ বন্ধ: চার গ্রামের হাজারো মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজারের একাধিক আসনে মনোনয়ন নিয়ে টানাপোড়েন: বিপাকে পড়তে পারেন বিএনপি প্রার্থীরা

বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় সিক্ত মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবির আওলাই ইউনিয়ন বিএনপি নেতাদের সাথে রানা প্রধানের মতবিনিময় সভা

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চন্দনাইশের এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

বারহাট্টায় ফ্রি আই ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ফেব্রুয়ারীর ভোটে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান