কক্সবাজার জেলা আ'লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আবু তালেব
দীর্ঘ ছয় বছর পর আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। ইতিমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি শেষে করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম।
এদিকে সম্মেলনের আমেজ না থাকরে নেতৃত্বে কারা আসছে তা নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে সংগঠনের গুরুত্বপুর্ণ পদ সাধারণ সম্পাদকের দায়িত্ব কে পাচ্ছেন এ বিষয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেন্দ্র থেকে শুরু করে দলের তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন তারা।
আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের দাবি, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজপথে বিএনপি-জামায়াত শক্তি দেখানোর চেষ্টা চলাচ্ছে। এ অবস্থায় দলের দায়িত্ব ছাত্রলীগ থেকে উঠে আসা পরিক্ষিত, সৎ, ও ত্যাগীদের মূল্যায়ন করার দাবি জানিয়েছেন তারা।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে সাবেক ছাত্রনেতা ও ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেবকে পছন্দ তৃণমূল নেতাকর্মীদের। তাদের দাবি আবু তালেব কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তার সাথে তৃণমূলের নেতাকর্মীদের সুসম্পর্ক রয়েছে। অসুস্থ নেতাকর্মীদের খোঁজ রাখেন তিনি।
তাই এবারে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের পছন্দের শীর্ষে রয়েছেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী বলেন, কক্সবাজার জেলার রাজনৈতিক পাঠশালা আবু তালেব। তার হাত ধরে হাজারো যুবক আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী। তিনিই পারবেন বিরোধী পক্ষের সকল ষড়যন্ত্র মোকাবেলার নেতৃত্ব দিতে।
সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান বলেন, বর্তমানে দলের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতায় শুরু হয়েছে। ফলে ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়েছে। দলকে সুসংগঠিত করতে আবু তালেবের বিকল্প নেই।
আবু তালেব বলেন, ছাত্রজীবনে রাজনীতি শুরু করেছিলাম। একে একে বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছি। বর্তমানে ঈদগাঁহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হলে নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে সৎ, ত্যাগী, কর্মঠ এবং নিবেদিত কর্মীদের নিয়ে দলকে সুংগঠিত করতে কাজ করবো। রাজাকারের সন্তান পাশে বসিয়ে রাজনীতি করবো না। আমি কখনো টাকার জন্য রাজনীতি করিনি। তবে, নেত্রী যে সিদ্ধান্ত দিবেন সেটিই চূড়ান্ত বলে মেনে নিবো।
এদিকে জেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান বক্তা থাকবেন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ।
এর আগে ২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা আ'লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় ছয় বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রীতি / প্রীতি
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান