ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শিক্ষার্থীদের আমি  আলো দেখাতে চাই পাবিপ্রবি ভিসি


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২২ বিকাল ৫:৪১

“শিক্ষার্থীদের সামনে আলো দেখানোর কাজ করছি আমি। তাদের স্বপ্ন দেখাচ্ছি। তাদের মধ্যে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করছি। যাতে আত্মবিশ্বাসী হয়ে নিজেরা শিক্ষার গুরুত্ব অনুধাবন করে নিজেকে গড়তে পারে। দেশের জন্য, নিজের জন্য, ভবিষ্যত পৃথিবীর জিন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এজন্য যথাযথ পরিবেশ সৃষ্টিসহ শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে কাজ করছি।”

পাবনা বিজ্ঞান  ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের এক সাথে মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন। রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবের নব নির্বাচিত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন উপাচার্যের কার্যালয়ে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরীর পরিচালনায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন আরো বলেন,  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার দিক থেকে প্রথম সারির উচ্চ শিক্ষা
প্রতিষ্ঠান করতে চাই। শিক্ষার গুণগত মানবৃদ্ধি, গবেষণাগার বৃদ্ধি, শিক্ষার্থীদের শিক্ষা এবং শিক্ষাসহায়ক সুযোগ সুবিধা বৃদ্ধি এবং শিক্ষকদের আবাসন সংকটের লক্ষ্যে আমরা কাজ করছি।  যুগোপযোগী আরও ১৩টি বিভাগ খোলা হবে। 

অটোমেশনের কাজ এগিয়ে চলছে। জায়গা সম্প্রসারণের  লক্ষ্যে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সেশনজট নিরসনের জন্য সকল বিভাগের পরীক্ষা একসাথে নেয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য কর্মকান্ড পরিচালনা করছি।  দেশের পন্ডিত ব্যক্তিদের এনে সভা-সেমিনার করা হচ্ছে হচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রাণ ফিরে এসেছে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান , ট্রেজারার  অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর কামাল হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রথম আলো ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস, মাছারাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, রাজিউর রহমান রুমি,রিজভী জয়, এসএম আলম, রফিকুল ইসলাম সুইট, কলিট তালুকদার, পাভেল মৃধাসহ সিনিয়র সংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নির্বাচনে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানানো হয়। ট্রেজারার অধ্যাপক ড. কে এম  সালাহ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করার জন্য সাংবাদিক ভাইদের গুরুত্ব অপরিসীম। তাদের মাধ্যমে  সঠিক তথ্য মানুষ জানতে পারে। প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বাড়ে। সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, আমরা সরকারের নির্দেশে কাজ করে যাচ্ছি যাতে দ্রুত এই বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, জ্ঞান সৃষ্টিতে সারাদেশে অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে পারে। আমরা
অনেক পরিবর্তনের সূচনা করেছি- এই ধারা অব্যাহত রাখব। সাংবাদিকরা আমাদের ইতিবাচক ভাবমূর্তি মানুষের কাছে পৌছে দিচ্ছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আরও ভালো অবস্থানে অধিষ্ঠিত হবে বলে আমার দৃঢ়
বিশ্বাস। 

উপাচার্য সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সমালোচনা আমাকে সমৃদ্ধ করবে। পাবনার প্রতিষ্ঠান হিসেবে সাংবাদিকরা গঠনমূলক সমালোচনা করবেন। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ারও জন্য তাদের অনেক দায়িত্ব রয়েছে।

প্রীতি / প্রীতি

আওয়ামী লীগের আস্থাভাজন এখন বিএনপি সভাপতি প্রার্থী

আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবনকারীকে জেল ও জরিমানা ভ্রাম্যমান আদালতের

বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরোতী

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সদরপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা