সভাপতি না করায় ক্ষোভে মাহফিল পন্ড করতে ছিটিয়ে দেওয়া হয়েছে পায়খানা
মাহফিলে পিতাকে সভাপতি না করায় টাকার বিনিময়ে তিন যুবককে দিয়ে চলমান ইসলামী মাহফিলে পায়খানা ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে সাবেক এক ইউপি চেয়ারম্যেনের ছেলের বিরুদ্ধে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে ঘটেছে। এঘটনায় দুই যুবক স্থানীয়দের মাধ্যমে আটক হয়ে আক্কেলপুর থানা পুলিশ হেফাজতে রয়েছে।
অভিযুক্ত চেয়ারম্যানপুত্র সিহাব ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান আলীর ছেলে এবং স্থানীয়দের মাধ্যমে আটক হওয়া ওই দুই যুবক একই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল ইসলাম (২১) এবং একই গ্রামের আলী হোসেনের ছেলে আরিয়ান আহমেদ রকেট (১৭)।
সরোজমিনে গিয়ে দেখা যায়, প্রায় দুইশত নারী-পুরুষ গ্রামবাসীর উপস্থিতিতে রামশালা দারুল উলুম হাফেজিয়া ও নূরানী ক্বওমী সাদ্রাসা প্রাঙ্গনে হাতের পেছনে রশি বাধা অবস্থায় বসা অবস্থায় রয়েছে ওই দুই যুবক। চেয়ারে বসা ছিলেন সোনামুখী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডি.এম.রাহেল ইমাম, দুইজন ইউপিসদস্য, গ্রামপুলিশ সহ
স্থানীয় নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ ডিসেম্বর উপজেলার সোনামুখী ইউনিয়নের রামশালা হাফেজিয়া মাদরাসার উদ্দ্যোগে ইসলামী মাহফিলের আয়োজন করা হয়। চলছিল ইসলামি মাহফিল। হঠাৎ তিন যুবক রাত প্রায় সাড়ে নয়টার দিকে মাহফিল পন্ড করতে প্যান্ডেলের মধ্যে মুসল্লিদের উদ্দেশ্য করে পায়খানা ছিটেয়ে দেয়। এসময় ছড়িয়ে পরে দূর্গন্ধ। বিষয়টি অনুমান হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় পায়খানা ছিটিয়ে দেওয়া এক জন দৌড়ে পালিয়ে গেলেও মুসল্লিরা রেজাউল ইসলাম এবং আরিয়ান আহমেদ রকেটকে আটক করে। পরে রাতে রাতের সোনামুখী ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয় এবং ১৪ ডিসেম্বর তাদের ওই মাদ্রাসা প্রাঙ্গনে
নিয়ে আসা হয়। কথাবার্তার এক পর্যায়ে তারা জানায় দশ হাজার টাকার বিনিময়ে সাবেক চেয়ারম্যান সোলায়মান আলীর ছেলে সিহাব পায়খানা ছিটিয়ে দেওয়ার জন্য তাদের সাথে চুক্তি করে। তার কথায় তারা এমন কাজ করেছে।
স্থানীয়দের ধারণা, ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন সাকেব ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী। মাহফিলে বর্তমান চেয়ারম্যানকে সভাপতি করায় তার ছেলে ক্ষোভে এই কাজ করিয়েছে।
গ্রামবাসীর হাতে আটক দুই যুবক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সাবেক চেয়ারম্যান সোলায়মান আলীর ছেলে সিহাবের কথায় দশ হাজার টাকার বিনিময়ে আমরা এই কাজ করেছি’। স্থানীয় গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, ‘এটি একটি ন্যাক্কারজনক কাজ। সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান আলীকে মাহফিলের সভাপতি না করায় তার ছেলে সিহাব টাকার বিনিময়ে দুই যুবককে দিয়ে এই কাজটি করিয়েছেন’।
মাহফিলের আয়োজনকারী মাদ্ররাসা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ‘মাহফিল চলাকালী সময়ে ওই দুই যুবক প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে মাহফিল পন্ড করতে পায়খানা ছিটিয়ে দেয়। দশ হাজার টাকার বিনিময়ে সাবেক চেয়ারম্যান সোলায়মান আলীর ছেলের কথায় এই কাজ করেছে তারা’।
এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী এবং তার ছেলে সিহাবের সাথে কথা বলতে তাদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। পরে মুঠোফেনে ফোন দিলে গণমাধ্যমকর্মী পরিচয় পেয়ে নামাজ পড়ে ফোন দিব বলে সোলায়মান আলী ফোন কেটে দেন। পরবর্তীতে ফোন দিলে ফোন রিসিভ করেন তার মেয়ে। তাই ভাই সিবাবের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন তার ভাই বাসায় নেই।
সাবেক চেয়ারম্যান সোলায়মান আলীর মেয়ে শাকিলা মুঠোফোনে আরো বলেন,‘আমার বাবা বিএনপি’র রাজনীতি করেন। এছাড়াও ওই মাদ্রাসার সভাপতিও আমার বাবা। আমার ভাই এমন কাজ করেনি। ওই দুই ছেলেকে মারধর করে স্বীকার করানো হয়েছে আমার ভাইয়ের কথা বলতে। তাই তারা ভয়ে বাধ্য হয়ে আমার ভাইয়ের নাম বলেছে।’
সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান ও মাহফিলের সভাপতি ডি.এম রাহেল ইমাম বলেন, ‘ওই দুই ছেলে মাহফিলের পূর্ব দিক থেকে প্রবেশ করে একটি শপিং ব্যাগে পায়খানা নিয়ে এসে মাহফিলের ভিতরে ছিটিয়ে দেয়। মুসল্লিরা ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের থানা পুলিশে সোপর্দ্দ করা হয়’।
আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দীক বলেন, ‘এ ঘটনায় দুই যুবককে স্থানীয়রা থানায় সোপর্দ্দ করেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে’।
প্রীতি / প্রীতি
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫