মানুষ শ্রেষ্ঠ নয়

মানুষ শ্রেষ্ঠ নয়
গুলজার হোসেন গরিব
এই যে বিবাদ ধ্বংসযজ্ঞ
মানুষ হয়ে মানুষ মারে
হাত কাঁপেনা বুক কাঁপেনা
মানুষ মেরে উল্লাস করে
মরছে যারা তারাও মানুষ
মানুষ মারার নেশায় যারা
উগ্রবাদী অনন্তকাল
তারপরও কি বলবে তোমরা
মানুষ হলো শ্রেষ্ঠ জাতি?
কতো অস্ত্র জগৎ জুড়ে
মানুষ মারার জন্য বানায়
দুহাত রাঙায় মানুষ মেরে
শোষণ করে অন্য মানুষ
পরের সম্পদ গ্রাস করে
মানুষেরই দ্বারে যখন
মানুষেরা নয় নিরাপদ
তখনো কি বলবে তুমি
মানুষ হলো সবার সেরা?
স্বজাতি খায় স্বজাতিরা
যারা এমন হিংস্র পশু
তাদের মধ্যে শ্রেষ্ঠ পশু
মানুষ ছাড়া আর কে আছে?
মানুষ যেদিন শ্রেষ্ঠ হবে
সেদিন মানুষ মরবে না কেউ
কোনো মানুষ নিজের হাতে।
সুজন / সুজন

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ

মজার প্রাইমারি স্কুল

ভিন্নতা ছিল না সেদিনও

বিজয় এলো

বাড়াও না আজ বুকটা
Link Copied