পটিয়ায় এবার ও গরু বিক্রি করে লাভ নয়, আসল তোলা নিয়ে চিন্তায় খামারিরা
মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারও গরু নিয়ে চরম বিপাকে পড়েছেন চট্টগ্রামের পটিয়ার খামারিরা। কোরবানির ঈদ যতই এগিয়ে আসছে, ততই তাদের দুশ্চিন্তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে লাভের আশাতো দূরে থাক বাজারে গরু তুলে তা বিক্রি করে আসল তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। চট্টগ্রামের মধ্যে মাংসের চাহিদা মেটাতে বড় ভূমিকা রেখে আসছেন পটিয়ার খামারিরা। এবার কোরবানির ঈদকে টার্গেট করে পটিয়ার খামারি পালন করেছেন ৫০ হাজারের বেশি গরু। এছাড়াও প্রায় ১৫ হাজার ছাগল পালন করেছেন খামারিরা। করোনার কারণে এবার প্রায় ৫০ ভাগ পশু অবিক্রিত থাকতে পারে বলে পটিয়ার খামারি ও কৃষকরা আশঙ্কা করছেন। পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের উত্তরভূর্ষী গ্রামের খামারি মো. মুনছুর আলম সারা বছর বাড়িতে কমবেশি গরু পালন করেন। তবে কোরবানির ঈদ সামনে আসলে লাভের আশায় বাড়িতে গরুর সংখ্যা বাড়ান। এবারও তার খামারে ছোট বড় মিলিয়ে ১০টি গরু রয়েছে। দিন-রাত গরু পরিচর্যায় সময় পার করছেন। তবে ঈদের দিন যত ঘনিয়ে আসছে, ততই তার দুশ্চিন্তা বাড়ছে। মুনছুর আলমের মত জেলার বেশির ভাগ খামারি গরু বিক্রি করা নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছেন। করোনা পরিস্থিতির কারণে লাভ কম হলেও অনেক খামারি স্থানীয় বাজারে আগেই গরু বিক্রি করে দিচ্ছেন। আর যারা ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্য জেলায় গরু বিক্রি করেন তারা অপেক্ষা করছেন পরিস্থিতি বোঝার জন্য। প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, গত বছর ছোটবড় মিলিয়ে প্রায় ৫০ হাজার গরু পালন হয়েছিল। খামারিরা শেষ দিকে ভালোই লাভ পেয়েছিলেন। এবার চট্টগ্রাম জেলায় প্রায় এক লাখের কাছাকাছি গরু পালন করছেন খামারিরা। গতবারের তুলনায় এবার গরুর সংখ্যা প্রায় ১৫ হাজার বেশি। পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ফকির পাড়া গ্রামের খামারি আব্দুল লতিফ জানান, গত বছর গরু বিক্রি করে মোটামুটি খরচ তুলতে পারছি। এবারও গরু পালছি। করোনার কারণে এবার লাভতো দূরে থাক আসল দাম তুলতে পারলেই আল্লাহর কাছে শুকরিয়া। গো-খাদ্যের যে দাম বেড়েছে তাতে এবার লোকসান হবে বলে মনে হচ্ছে। অন্য বছর আগেই ব্যাপারীরা বাড়ির ওপর আসতো। এবার কেউ আসছে না। দু’একজন আসলেও দাম বলছেন অনেক কম। উপজেলায় কয়েকটি বড় গরুর হাট বসে। যার মধ্যে পটিয়া নতুন থানা হাট, পুরাতন থানা হাট, কমলমন্সির হাট, অলির হাট, শপর মুন্সর হাট করোনা পরিস্থিতির মধ্যে হাটগুলো বসবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় খামারীরা। গতবারের তুলনায় গরু বেশি হওয়ায় খামারীরা মুনাফার কথা বাদ দিয়ে আসল তুলতে পারবে কি না তা নিয়ে খুব চিন্তায় আছে। বিশেষ করে বড় গরুর চাহিদা এবার নেই বললেই চলে। অনেকেই গরু বিক্রি করতে পারবেন না। যারা বিক্রি করতে পারবেন তারাও লাভ পাবেন কম। পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের গুচ্ছ গ্রামের বড় খামার মালিক হেলাল উদ্দীন। তাঁর খামারটির অবস্থান পাহাড়ি এলাকা গিরে। সমন্বিত এ খামারে এবার ৩৫টি গরু রয়েছে। তবে এবার গরু বিক্রি নিয়ে তাঁর দুশ্চিন্তা বাড়ছে। খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবার ঈদের দু-এক মাস আগে থেকেই জেলার হাটে হাটে ঘুরে ব্যাপারীরা গরু কিনে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন হাটে তুলতেন। এবার সেই সংখ্যা অনেক কম। উপজেলার বড় পশুর হাট রয়েছে ৬টি। এসব হাট ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে আরও ছোট ছোট হাট-বাজারে বিক্রির জন্য প্রতিদিন হাজার হাজার গরু-ছাগল নিয়ে আসছেন খামারিরা। কিন্ত কেনাবেচা একদম কম। ঈদুল আজহার আর মাত্র ৭/৮দিন বাকি থাকলেও এবার বাইরের ব্যাপারীদের তেমন একটা দেখা মিলছে না। পটিয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জপু চক্রবর্তী বলেন, উপজেলায় এবার প্রচুর গরু পালন করেছেন খামারিরা। তবে ঈদ এগিয়ে আসায় তাদের দুশ্চিন্তা বেড়েছে। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় খামার মালিকরা চট্টগ্রামের বাজারে গরু নিয়ে লাভ করতেন। তারা এবার ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। কারণ জীবন আগে পরে জীবিকা। এই অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করছে গরুর বাজার। স্থানীয় বাজারে কেনাবেচা হলেও বাইরে থেকে ব্যাপারীরা এবার আসছেন না দেখে চিন্তা বেড়েছে খামারিদের। তবে গতবারের মত এবারও আমরা খামারিদের মনোবল বাড়াতে কাজ করছি।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি