ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ব্যবসা কেন্দ্রিক স্কুল গড়ার অভিযোগ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ১:৩৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অভ্যন্তরে ব্যবসা কেন্দ্রিক একটি কিন্ডারগার্টেন স্কুল গড়ে তোলার অভিযোগ উঠেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা বন্ধ করার দাবিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়, জেলা প্রশাসন ও সোনারগাঁ উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুস সালাম নামে এক ব্যক্তি। লিখিত অভিযোগে উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার পূর্ব সাহাপুর কাঠপট্টি এলাকায় অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।

এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা ও বসার স্থান। কিন্তু সেই ভবনটিতে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা একটি কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করছে। যা কিনা সোনারগাঁ উপজেলা প্রশাসনও অবগত নয়। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, সরকারি অর্থায়নে ভবনটি নির্মাণ করা হয়। এখানে অবস্থান সহ নানা কর্মকান্ড চালিয়ে যাবেন মুক্তিযোদ্ধারা। অথচ সেই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যবসা কেন্দ্রিক একটি কিন্ডারগার্টেন স্কুল বানানো হচ্ছে। এমনকি স্কুলটিতে পাঠদানেরও কোন অনুমতিও নেই। এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তির সমন্বয়ে গড়ে ওঠা স্কুলটি পরিচালনা করার ক্ষেত্রে তাদের কাছে সব বাধা উপেক্ষিত। স্কুলটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া না হলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখিত ভাবে আবেদন জানাবেন।

এবিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আলেয়া বেগম জানান, আমরা সাময়িক ভাবে এখানে স্কুলটি পরিচালনা করার জন্য পদক্ষেপ নিয়েছি, পরবর্তীতে স্কুলটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে।নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ব্যক্তিগত ভাবে স্কুল তৈরি করে ব্যবসা করা ঠিক নয়। আমি বিষয়টি সোনারগাঁ উপজেলা প্রশাসনকে অবগত করব। এটি দেখার দায়িত্ব প্রশাসনের। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম জানান, মুক্তিযোদ্ধা ভবনে স্কুল বাণিজ্য চলতে পারে না। কিন্ডার গার্টেন স্কুল পরিচালনার বিষয়ে অভিযোগ পেয়েছি। সরকারি প্রতিষ্ঠান কারও ব্যক্তি মালিকানা নয়, ইচ্ছে করলেই যে কেউ কিছু করতে পারে না। বিষয়টি আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিন কুমার দাস  জানান, সরকারি প্রতিষ্ঠানে কেউ কোন রকম অবৈধ কার্যক্রম পরিচালনা করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

গলাচিপায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা