ঢাকা বৃহষ্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শেরপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ৩:১৬
বগুড়ার শেরপুরের আয়রা গ্রামে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘরে নিম্নমানের উপকরণ ও নির্মাণ সামগ্রী ব্যবহার এবং নিয়ম বহির্ভূতভাবে তৈরির অভিযোগ পাওয়া গেছে। ঘরগুলোতে সিসি ঢালাই কাজে ইট, খোয়া ব্যবহার ও অন্যান্য সামগ্রীগুলোর অবস্থা নি¤œমানের। তবে নির্মাণকাজগুলোতে স্থানীয় প্রশাসনের সঠিক তদারকি না থাকায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উন্নয়ন প্রকল্প ভেস্তে যাওয়ার সম্ভাবনা বলে মনে করছেন সচেতনমহল।
 
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে শেরপুর উপজেলার ১০ ইউনিয়নের মোট ১৭১ টি ঘর নির্মান করার কথা রয়েছে। তবে বর্তমানে ৯১ টি ঘর 
নির্মানের কাজ চলমান রয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন। তবে প্রতিটি গৃহহীন ও ভূমিহীন পরিবারের আবাসনের জন্য দুই শতাংশ জমিসহ ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়। নকশা অনুযায়ী সাড়ে ১৯ ফুট ও ২২ ফুট আট ইঞ্চি সাইজের দুই রুম বিশিষ্ট মুল ঘরের সাথে বারান্দা, রান্নাঘর ও টয়লেট থাকছে। এর জন্য দুই লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ছাড়াও মালামাল পরিবহনের জন্য অতিরিক্ত পাঁচ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
 
উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, এ স্থানে ৩০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের আবাসনের জন্য ঘরগুলোর নির্মাণ কাজ চলছে। কাজের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ঘরের নিচে তিন ইঞ্চি সিসি ঢালাই দেয়ার কথা উল্লেখ থাকলেও সেক্ষেত্রে দেয়া হচ্ছে বালু ও ঢালাই সহ দুই ইঞ্চি। তাছাড়া ঘর নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ও সিমেন্ট বালির পরিমাণ সমন্বয় না করে বালির ভাগ বেশী দেয়ার অভিযোগ তুলছে স্থানীয়রা। এতে নির্মাণাধীন ঘরগুলোর স্থায়ীত্ব ও টেকশই নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ওই এলাকার নির্মাণাধীন ঘরগুলোর কাজ প্রায় ৪০ শতাংশ হয়ে গেছে। 
 
আশ্রয়ণ-২ প্রকল্পের ৯নং অনুচ্ছেদ অনুযায়ী প্রকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সদস্য সচিব হিসাবে দায়িত্বপ্রাপ্ত।
 
নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, এ উপজেলায় প্রতিটি গৃহ নির্মাণে প্রকল্পকাজগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে ইট-বালি-সিমেন্ট ক্রয়সহ একক তদারকির মাধ্যমে করছেন। সেক্ষেত্রে কমিটি শুধু অনুমোদন দিয়েছেন।সংশ্লিষ্ট মির্জাপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, এটা আমার দেখার এখতিয়ারের মধ্যে পড়েনা, তবে বিষয়টি উপজেলা প্রকৌশল অফিস দেখছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলীর সাথে কথা বললে তিনি জানান, ‘ওই প্রকল্পের কাজগুলো আমি দেখিনি, তবে ৩ ইঞ্চি সিসি ঢালাই করার কথা।’এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তানোরে কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক

শেরপুরে ভূমি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের সদর ভূমি অফিস পরিদর্শন

ভূরুঙ্গামারীতে কৃষকের ১২শ কলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

কাউনিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৭’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান

রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মদনে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের

নরসিংদীতে তিন অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ

পটুয়াখালীর দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত

ধামরাইয়ে গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড পাট ও সরিষা পুড়ে ছাই

সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ

শার্শায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন