ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ভাইয়ের কাছে পৈতৃক সম্পত্তির দখল নিতে গিয়ে আহত হলেন ৭৬ বছর বয়সী বৃদ্ধা বোন


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ২০-১২-২০২২ বিকাল ৫:৬

পৈতৃক সম্পত্তি চাষ করতে গিয়ে ছোটভাই কর্তৃক আহত হয়েছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধা ও তার দুই ছেলে মেয়ে। এ ঘটনায় মামার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন আহত ভাগনে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত মামা'র আরেক ভাগনি তাসলিমা খানম মিলন। ঘটনাটি ঘটে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহটি ইউনিয়নের ভেলাকোপা এলাকায়।

মামলার নথি ও ঘটনার অনুসন্ধানে জানা যায়, একই এলাকার হামিদার রহমান বসুনিয়ার মৃত্যুর পর তার মেয়ে আছিয়া বেগম পৈতৃক সম্পত্তির ৫.৯০ একর জমি ফেরত পেতে দীর্ঘদিন থেকে তার ছোট ভাই রেদোয়ানুল হক বসুনিয়া ওরফে বাবু কে অনুরোধ করে আসছিলেন। কিন্তু তিনি কোনভাবেই অংশের জমি বুঝিয়ে দিচ্ছেন না। সেজন্য বিভিন্ন সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানায় স্থানীয়ভাবে শালিসি বৈঠক হয়। প্রতিবারই অভিযুক্ত বাবু বোনের অংশ ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। শুধু তাই নয়, আদালতেও বোনের জমি ছেড়ে দিবেন মর্মে লিখিত অঙ্গীকার করে আসেন। কিন্ত পরবর্তী সময়ে টালবাহানা করে তিনি তার কথা রাখেননি!

ফলশ্রুতিতে গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) আছিয়া বেগম নিজের ছেলে ও মেয়েকে সাথে নিয়ে জমি চাষ করতে যান এবং জমি চাষ করে ফসল বুনেন। জমি চাষ শেষে ফেরার পথে রেদোয়ানুল হক বসুনিয়া বাবুর কামাতে উপস্থিত হলে তিনি, তার ছেলে রহিমুল হক সঞ্চয় ও তাদের জমি বর্গাচাষীদের হামলার শিকার হন আছিয়া বেগম, তার মেয়ে তাসলিমা খানম মিলন ও ছেলে আসলাম হোসেন বিপু। হামলায় তাসলিমা খানম মিলনের মাথা ফেটে যায় এবং তিনি দেবীগঞ্জ সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

যদিও মারধরের বিষয়টি অস্বীকার করে রহিমুল হক সঞ্চয় বলেন, তারা নিজেরাই নিজেদের মাথা ফাটিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এইসময় তিনি নিজের হাতে নখের আঁচড় দেখিয়ে এবং তার বাবাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন।

এই ঘটনায় সোমবার (১৯ ডিসেম্বর) রাতেই মামা, মামাতো ভাই রহিমুল হক সঞ্চয়সহ ৮ জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন আসলাম হোসেন বিপু।

এ বিষয়ে আছিয়া বেগম জানান, তার বাবা হামিদার রহমান বসুনিয়ার মৃত্যুর ২৮ বছর পেরিয়ে গেলেও তার প্রাপ্য জমি ছেড়ে দিচ্ছেন না ছোটভাই। বহুবার পারিবারিক ও সামাজিকভাবে শালিস বৈঠকে জমি বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করলেও বাবু তার জমি দেননি। তাই বাধ্য হয়েই তিনি ছেলে ও মেয়েকে নিয়ে জমি দখলে নিয়েছেন। তিনি দুঃখ করে বলেন 'আমার বয়স ৭৬ বছর ঠিকমতো চলতেও পারিনা। জীবন সায়াহ্নে এসেও যদি পৈতৃক সম্পত্তির অধিকার না পাই, তাহলে কবে পাবো!'

আছিয়া বেগমের ছেলে আসলাম হোসেন বিপু বলেন, তার মামা তার মায়ের জমি জোর করে দখল করে আছেন। আগে ইজারা হিসেবে বছরে কিছু টাকা দিলেও এখন আর দিচ্ছেন না। এরপর তারা নিজেরাই জমি চাষ করবেন বলে নিজেদের অংশ মামার কাছে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু তার মামা তার মায়ের জমি বুঝিয়ে দেননি। সেজন্য বাধ্য হয়ে তারা নিজেই জমি চাষাবাদ করেছেন।

এ বিষয়ে মুঠোফোনে রেদোয়ানুল হক বসুনিয়াকে কল দিলে উত্তেজিত হয়ে তিনি প্রতিবেদকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মামলা করার হুমকি দেন এবং বলেন, এতে সংবাদ করার কি আছে!

যদিও প্রতিবেদকের কাছে আসা নথি থেকে জানা যায় ১৯৭৩ সালে হামিদার রহমান বসুনিয়া জীবিত থাকা অবস্থায় নিজেরা ভাইদের মধ্যে জমি বণ্টন করে নেন এবং নতুন ভূমি জরিপে তাদের উত্তরাধিকারীদের মধ্যে পৃথক পৃথক মাঠ পর্চা হয়।

মামলার বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে এজাহার নথিভুক্ত করা হবে।

এমএসএম / সুজন

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত