নওগাঁর আত্রাইয়ে আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

নওগাঁর আত্রাই উপজেলায় আগাম জাতের ভুট্টার ভালো ফলনের আশা করছে উপজেলার কৃষকেরা। সরিষা,পেয়াজ,গমের পাশাপাশি ভুট্টা চাষেও আগ্রহ বেড়েছে অনেক। উপজেলার মাঠে মাঠে এখন ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। উপজেলার বিভিন্ন বিল থেকে বন্যার পানি তারাতারি নেমে যাওয়া এবং আবহাওয়া আনুকুলে থাকায় আগাম ভুট্টার ভালো ফলনের আশা করছে তারা।
উপজেলা কৃষি অধিদপ্তর জানায়,চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ভুট্টা চাষ হয়েছে ৫০২৫ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষমাত্রা নিধারণ করা হয়েছে ৬০২৫০ মেট্রিক টন। তবে আশা করা যাচ্ছে আগাম ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,কৃষকেরা ভুট্টার জমিতে পানি কীটনাশক প্রয়োগ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে গাছে ফুল এসেছে,কিছু গাছে ফল ধরাও শুরু করেছে।
ভোঁপাড়া ইউনিয়নের মহাদিঘী গ্রামের কৃষক মোজ্জামেল হক জানান,ভুট্টা সাড়ে ৩মাস থেকে ৪মাস মেয়াদি একটি ফসল। এ বছর আমি আগাম ভুট্টা আবাদ করেছি যাতে এই আবাদ তুলে আমি অন্য আবাদ করতে পারি। এক বিঘা ভুট্টা আবাদ করতে তেল,সার,পানি সেচ,লেবার মিলে মোট খরচ হবে প্রায় ১২থেকে ১৫হাজার টাকা। আশা করছি এ বছর ভুট্টার ভালো ফলন হবে এবং আমি লাভোবান হবো। কাশিয়াবাড়ি গ্রামের কৃষক লিটন বলেন, আমি গত বছর আগাম জাতের ভুট্টা আবাদ করে অনেক লাভোবান হয়েছিলাম, তাই এ বছর ও আমি ১৩বিঘা ভুট্টার আবাদ করেছি। উপজেলা বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের কৃষক ইউসুফ আলী বলেন,আমি গত বছর ১ বিঘা জমিতে আগাম ভুট্টা আবাদ করেছিলাম প্রায় ৪৫মন ভুট্টা পেয়েছিলাম, এ বছর ৫বিঘা আগাম ভুট্টা আবাদ করেছি আশা করছি এবারও ভালো ফলন পাব।
উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন,উপজেলার কৃষকেরা আগাম জাতের-৭৭২০, লাখী সেভেন,সানসাইন, ধামাকাসহ অনেক ধরনের ভুট্টা চাষ করেছে। আমরা সর্বক্ষণ কৃষকদের সু-পরামর্শ দিয়ে যাচ্ছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন বলেন, আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ মাঠে গিয়ে কৃষকদের সাথে সকল সময় যোগাযোগ রাখছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর উপজেলার কৃষকেরা আগাম জাতের ভুট্টা আবাদ করেছে। আশা করছি আগাম জাতের ভুট্টা চাষ করায় ভুট্টার ফলন ভালো হবে এবং কৃষকেরা অনেক লাভোবান হবেন।
এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন
Link Copied