ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

পাবনায় জোরপূর্বক জমি দখল করে রিসোর্ট, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২২ রাত ৯:২৮

গায়ের জোরে ভয়ভীতি দেখিয়ে জমি দখল এবং রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী খাইরুল ইসলামের বিরুদ্ধে। এইসব অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পাকশী-দাশুড়িয়া মহাসড়কের জয়নগর বোর্ড অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন,‘খাইরুল ইসলাম বাড়ি করার কথা বলে প্রথমে কিছু জমি কেনেন। কিন্তু পরে এইসব জমি রেজিস্ট্রির আগেই দখল করে নিয়েছেন। এখন তিনি হুমকি দিচ্ছেন যে বাকি জমিও তাকে দিতে হবে। ইতোমধ্যেই তিনি অনেক জমি দখল করে গাছ কেটে ও মাটি ভরাট করেছেন। এইসব নিয়ে প্রতিবাদ করলেই নানা হুমকি-ধমকি দেন। তিনি জোর গলায় বলেন,‘ এমপি, ডিসি, এসপি, ওসি, মেয়র সব নাকি তার পক্ষে। কেউ তার কিছুই করতে পারবে না।’

তারা আরও অভিযোগ করেন, ‘রিসোর্টের নামে এখানে অসামাজিক কার্যকলাপ হয়। অনেক তরুণ-তরুণীর আসা যাওয়া এখানে। মদের আড্ডা হয়। উচ্চ শব্দে গান বাজিয়ে ডিজে পার্টি হয়। রিসোর্টটি গণবসতির মাঝে হওয়ায় অনেকে পড়াশোনা ও ধর্মীয় কাজও করতে পারেন না।’

এদিন বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের মধ্যেই  সেখানে উপস্থিত হন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, যদিও রিসোর্টটি পৌরসভার বাইরে সলিমপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত। এসময় চেয়ারম্যান না থাকলেও মেয়রের সঙ্গে রিসোর্ট পক্ষে অনেকেই ছিলেন।  সেখানেই ভুক্তভোগীরা তাকে ঘিরে ধরে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। এসময় মেয়র তাদের আশ্বস্ত করেন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে প্রথমে কথা বলতে চাননি মেয়র ইছাহক আলী মালিথা। এক পর্যায়ে সাংবাদিকদের তিনি বলেন,‘এখানে আমি আসছি তাদের সঙ্গে কথা বলতে। আমি উভয়ের সঙ্গে কথা বলে পরে আপনাদের (সাংবাদিক) বলতে পারবো। এর বেশি এই মুহুর্তে আপনাদের কিছু বলতে পারবো না।’

এব্যাপারে স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী খাইরুল ইসলাম বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করতে কিছু স্বার্থন্বেষী মহল এইসব অভিযোগ করছেন। অভিযোগের কোনও ভিত্তি নেই। এখানে স্থানীয় এমপির বোনের সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে। এমপি সাহেব বার বার অনুরোধ করেও তিনি তার কথা শোনেননি, পরে এমপি সাহেবের  ছেলে-পেলেরা জায়গাটা ঘিরতে গিয়েছিলেন।

অসামাজিক কার্যকলাপ নিয়ে তিনি বলেন, ‘এখানে যারা আসেন তারা অধিকাংশই রাশিয়ান। আমার এখানে কোনও মদ বিক্রি হয় না। রাশিয়ানরা বাইওে থেকে কিনে এনে এখানে খায়।  এখানে আমার কিছু করার নেই। এবিষয়ে আমি রাশিয়ানদের কিছু বললে তারাই উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ দেয়। কিন্তু বাইরের কোনও নারী-পুরুষ এখানে অশ্লীল কিছু করেন না।’

সুজন / সুজন

আওয়ামী লীগের আস্থাভাজন এখন বিএনপি সভাপতি প্রার্থী

আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবনকারীকে জেল ও জরিমানা ভ্রাম্যমান আদালতের

বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরোতী

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সদরপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা