মান্দায় মাটি কাটার মহোৎসব রাস্তা-ঘাটের বেহাল দশা

নওগাঁর মান্দা উপজেলা জুড়ে চলছে মাটি কাটার মহোৎসব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর ফাঁকি দিয়ে মাটি কাটার এবং পুকুর খননের কাজ চলছে পুরোদমে। ফসলি জমির টপ সয়েল নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটায়। আর এসব মাটি বহনের ফলে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নষ্ট করে চলছে। এজন্য রাস্তাঘাটে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষ জনের।পথচারিরা প্রতিনিয়ত ধুলোবালিতে ভোগান্তির শিকার হচ্ছেন। এই দূরবস্থা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও মিলছে না কোন প্রতিকার বলে অনেকের দাবি। প্রতিদিন উপজেলার বুক চিরে মাটিবাহী ট্রাক্টর চলাচল করলেও কোন বাধা নিষেধ নেই । দায়সারা ভাবে বাধা নিষেধ বা ভ্রাম্যমানে জরিমানা করলেও বন্ধ হচ্ছে না কৃষি জমির মাটি কাটা কাজ। সেই সাথে চলছে, কৃষি জমিতে পুকুর খননের কাজ।শ্রেণী পরিবর্তন না করে কৃষি জমি খনন করে পুকুর তৈরি করে দিচ্ছেন মাটি ব্যবসায়ীরা।অনেক মাটি ব্যবসায়ী রাতের আধারে মাটি কর্তন করে ভাটায় দিচ্ছেন।
সরেজমিনে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ওই ইউনিয়ের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান অবৈধভাবে খড়ি দিয়ে ভাটা চালাচ্ছেন। একই সাথে ফসলী জমির মাটি কর্তন ও বহন করে রাস্তাঘাট নষ্ট করে মাটি বহন করে যাচ্ছেন। এছাড়াও নিয়ম বহির্ভূত ভাবে বালু উত্তোলন করে চলেছেন। প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা এলাকায় বাবু নামে এক ব্যক্তি ফসলি জমির মাটি কেটে ভাটায় দিচ্ছেন।সেই সাথে রাস্তাগাট নষ্ট করছেন।তালপাতিলা এলাকায় ময়নুল নামে এক ব্যক্তি ফসলি জমির মাটি কেটে ভাটায় দিচ্ছেন। বিষ্ণপুর ইউনিয়নে বটতলা থেকে কাজেম নামের এক ব্যক্তি মাটি কেটে ইট ভাটায় দিচ্ছেন। কুসুম্বা ইউনিয়নে চলছে মাটি কাটার কাজ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ফসলি জমির মাটি কাটার কাজ।
স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল অচিরেই এসব মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন।
এব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন, মাটি কাটা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইতিপূর্বে অনেক মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। যারা এরকম কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়
