ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

২০২৩সালের এসএসসি ফরম পূরণে বিদ্যালয়ভেদে আদায় হচ্ছে ভিন্ন অংকের টাকা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২-১-২০২৩ দুপুর ১:৫৬
রাজশাহী শিক্ষা বোর্ড অধীনস্থ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায় হচ্ছে বিদ্যালয়ভেদে বিভিন্ন অংকের টাকা। 
উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে চলছে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের  বিভিন্ন বিভাগে ফরমপূরণ বাবদ টাকা আদায়। এই টাকা আদায়ে রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃক নির্দিষ্ট ফি নিধারণ করা রয়েছে, যা গত ১৫/১২/২০২২ইং তারিখে প্রকাশ করা হয়। যার বিজ্ঞপ্তি নম্বার- রাশিবো/মাধ্য-১/পনি-২৮।
 
 
উপজেলার ১৮টি মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে আক্কেলপুর সরকারি এফ.ইউ.পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখা থেকে ২হাজার ২’শত ৪০ টাকা এবং মানবিক শাখা থেকে ২ হাজার ১’শত ২০ টাকা, আক্কেলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখা থেকে ২হাজার ২’শত টাকা এবং মানবিক শাখা থেকে ২হাজার ৮০টাকা, সোনামুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৩’শত টাকা এবং মানবিক শাখা থেকে ২ হাজার ২’শত টাকা আদায় করা হচ্ছে। জামালগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রায়কালী উচ্চ বিদ্যালয়, মোহনপুর উচ্চ বিদ্যালয়, কানুপুর উচ্চ বিদ্যালয়,জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়, পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় গুলোতে বিজ্ঞান শাখা থেকে ২হাজার ২’শত টাকা এবং মানবিক শাখা থেকে ২হাজার ১’শত টাকা আদায় করা হচ্ছে। গোপিনাথপুর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় ২ হাজার ১’শত ৪০ টাকা ও মানবিক শাখায় ২ হাজার ৬০ টাকা, তিলকপুর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় ২ হাজার ৩’শত ৪০ টাকা এবং  মানবিক শাখায় ২ হাজার ২’শত টাকা নেওয়া হচ্ছে। তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিড়া উচ্চ বিদ্যালয়, গণিপুর জাফরপুর উচ্চ বিদ্যালয়, আমবাড়ী কালঞ্জ উচ্চ বিদ্যালয় এবং শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় ২ হাজার ৩’শত টাকা ও মানবিক শাখায় ২ হাজার ২’শত টাকা আদায় করা হচ্ছে। দেওড়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় ২ হাজার ৪’শত টাকা ও মানবিক শাখায় ২ হাজার ৩’শত টাকা, গোপিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখায় ২হাজার ১’শ ২০ টাকা।
 
এতে লক্ষ্য করা যায় সর্বনিম্ন আদায় করছে গোপিনাথপুর উচ্চ বিদ্যালয় ও সর্বোচ্চ আদায় করছে দেওড়া উচ্চ বিদ্যালয়।রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃক ওই বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ২হাজার ২’শত টাকা এবং মানবিক বিভাগে ২হাজার ১’শত টাকা যথার্থ ।
শিক্ষাবোর্ড একটি হওয়া সত্ত্বেও বিদ্যালয়গুলোতে ভিন্ন ভিন্ন অংকের নেওয়ায় অভিভাবকদের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন সকালের সময়কে বলেন, ‘ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আলাদা হাওয়ার কারণে এই ধরণের ভিন্নতা হতে পারে। এরপরেও আমরা বিষয়টি দেখব।’
 
জেলা শিক্ষা অফিসার মোহা: আব্দুর রাজ্জাক মুঠোফোনে বলেন,‘ যারা বেশি নিয়েছে তারা নিজ ইচ্ছেমত নিয়েছে। আমরা বিষয়টি দেখব।’
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. হাবিবুল হাসান বলেন, ‘কোন অভিভাবকের লিখিত অভিযোগ পেলে, সেই অভিযোগ যাচাই করে বাড়তি টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’  রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,‘এই বিষয়ে টাকা আদায়ে ভিন্নতা হওয়ার সুযোগ খুবই কম। তবে বৈধ কারণ দেখিয়ে টাকা আদায় করতে পারে। এই সমস্যা সমাধানের বিষয়ে স্থানীয় প্রশাসন সহায়তা করতে পারে’।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা