গোল করে পেলেকে স্মরণ করলেন রদ্রিগো
স্প্যানিশ ফুটবলে চতুর্থ স্তরের দল কাসেরেনোকে হারিয়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে নাম লেখাল রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একমাত্র গোলটি করে ফুটবলের রাজা পেলেকে স্মরণ করলেন ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো সিলভা। মঙ্গলবার রাতে কোপা দেল রে’র শেষ বত্রিশে প্রিন্সিপাল ফিলিপে স্টেডিয়ামে সিপি কাসেরেইনিয়োকে ১-০ ব্যবধানে হারায় রিয়াল।
ঘরের মাঠে শুরু থেকেই দারুণ লড়াই করে কাসেরেইনিয়ো। নবম মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। তবে মেরেসিয়ানোর বক্স থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন সেবায়োস। ৩২তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে নিয়ে দারুণ শট নেন মানসন। সেটি অবশ্য অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। ৪০তম মিনিটে আসেনসিও বক্সে বল বাড়ান রদ্রিগোর উদ্দেশে। কিন্তু ঠিকঠাক শট নিতে পারেননি এই ব্রাজিলিয়ান।
গোলশূন্য ড্র’য়ে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে আক্রমণে মনোযোগ দেয় রিয়াল। ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। বাঁ দিক থেকে কাসেরেইনিয়ো ডিফেন্ডারকে বোকা বানিয়ে রদ্রিগোগে বল বাড়ান সেবায়োস। বল পেয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
যে ক্লাবের হয়ে পেলের হাজারের বেশি গোল, যে ক্লাবের তিনি সমার্থক, সেই সান্তোসে খেলেই বেড়ে উঠেছেন রদ্রিগো। এই ক্লাবের হয়েই তার সিনিয়র ফুটবলে পদচারণা শুরু। সময়ের পরিক্রমায় তিনি এখন রিয়াল মাদ্রিদের। তবে পেলের প্রয়াণের পর প্রথম গোলটি করে রদ্রিগো তার শেকড়ের ক্লাব ও তার দেশের কিংবদন্তিকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তার মতোই উদযাপন করে।রদ্রিগোর গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রীতি / প্রীতি
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি