ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

তীব্র শীতে ফুটপাতে চলছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৪-১-২০২৩ বিকাল ৫:৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটপাতে চলছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষসহ প্রায় সকল শ্রেণি পেশার মানুষ ফুটপাত বাজারগুলো থেকে শীতের কাপড় কেনাকাটা করছে।

উত্তরাঞ্চলে বইছে তীব্র শীতের হিমেল হাওয়া আর ঘন কুয়াশা। গ্রামের তুলনায় শহরে শীতের তীব্রতা কম। এরপরও সর্দি, কাশিসহ শীতকালীন নানা রোগের হাত থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতা নিচ্ছেন উল্লাপাড়াবাসী।  কিনছেন হালকা ও মাঝারি ধরনের শীতের গরম পোশাক।

উল্লাপাড়া বাজারের সামনে দেখা যায় ক্রেতাদের ভিড়।শুধু তাই নয় হাটিকুমরুল হাজী ঈমান আলী কমপ্লেক্স
মার্কেট, সলঙ্গা বাজার ও হাটিকুমরুল মহাসড়কের বাস স্ট্যান্ডসহ  বিভিন্ন স্থানের ফুটপাত ও মার্কেটগুলো ঘুরে দেখা গেছে শীতবস্ত্র বেচা-কেনার তীব্র ভিড়। মানুষকে ঈদ বাজারের মতো আগ্রহ নিয়ে শীতের কাপড় কিনতে দেখা গেছে। ভিড়ের কারণে দামাদামি ও যাচাই বাছাই করে কেনার সুযোগ অনেকটা কম পাচ্ছে ক্রেতারা।
শুধু শীতের কাপড় পছন্দ হলেই একদামে কিনছে।

সিরাজগঞ্জ রোডের ফুটপাতে বসা ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, আমরা বছরে দুই ঈদ ছাড়া এই শীতে একটু বাড়তি ব্যবসা করার সুযোগ পেয়ে থাকি। তবে সারা বছর আবার এ সুযোগ পাওয়া যায় না বলে তিনি জানান। অপর এক ব্যবসায়ী শফিক বলেন, গত বছরও শীতবস্ত্রের মার্কেট জমজমাট ছিল। তবে এবার শীত আসতেই ক্রেতারা আগে ভাগে শীতের কাপড় কিনে নিচ্ছেন।

হাটিকুমরুল গোলত্ব এলাকায় গরম কাপর কিনতে আসা ক্রেতা শামীম হোসেন বলেন, শীতের প্রভাব বেশি হওয়ার কারনে এবার শীতের পোশাক কেনার জন্য ফুটপাতের মার্কেটে আসছি। তিনি আরও বলেন, আমরা গরিব তাই আমাদের বেশি দামের পোশাক কেনার সামর্থ্য নেই। তাই ফুটপাতের পোশাকই আমাদের ভরসা।

অন্যদিকে বোয়ালিয়া এলাকার বাসিন্দা নাজিয়া বেগম বলেন, শীত শুরুর আগেই মার্কেটে ভিড়। মানুষের ভিড়ের কারণে দোকানেই ঢোকা যাচ্ছে না। দরদাম করে কেনাতো দুরের কথা। তার পরও একটু আগে ভাগে কিনতে আসলাম। না হলে পরে বেশি দাম দিয়ে কিনতে হবে।

সরজমিনে গিয়ে মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, শীত বস্ত্রের মধ্যে বেশি বেচা-কেনা হচ্ছে ছোট বাচ্চা ও বয়স্কদের কাপড়। মাথার টুপি, পায়ের ও হাতের মোজা, মাপলার, সুয়েটার, জাম্পার, ফুলহাতা গেঞ্জির দোকানেই বেশি ভিড় দেখা গেছে।

হাটিকুমরুল এলাকায় শীতবস্ত্র কিনতে আসা মরিয়ম বেগম বলেন, বাচ্চাদের শীতের কাপড় আগে যেটা ২০০-৩০০ টাকায় কেনা যেত এখন সেটা কিনতে হচ্ছে ৫০০-৬০০ টাকা দিয়ে।

উল্লাপাড়া উপজেলার আশপাশের পোশাকের দোকানে অনেকেই কিনছেন শীতের পোশাক। বিক্রেতারা বসেছেন গরম কাপড়ের পসরা সাজিয়ে। তবে গত বছরের তুলনায় এ বছর শীত বেশি হওয়ায় গরম কাপরের দিকে মানুষের উপচে পরা ভীর দোকান গুলোতে ।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের মানুষের কণ্ঠস্বর হতে বললেন আমীর খসরু

ধানের শীষে ভোট দিলে নুতন বাংলাদেশ উপহার দিব তারেক রহমান: মীর হেলাল

লাকসামে বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনীর নেতৃত্বে মানববন্ধন ও বিজয় র‍্যালি

মধুখালীতে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির দোয়া, বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ইজারাদারের সংবাদ সম্মেলন

চন্দনাইশে ঐক্যের বন্ধনে আবদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

কুষ্টিয়ায় কোর্টপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জামায়াতের বিজয় মিছিল

জন্ম-মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে সেরা ইউএনও রুবেল রানা

নাগেশ্বরীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবস আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

চট্টগ্রামে ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত