টাঙ্গাইলে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে '৭১ সংগঠনের যাত্রা শুরু
টাঙ্গাইলে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে '৭১ নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এডভোকেট মরহুম শহিদুর রহমান শাহজাহানের সন্তান হাফিজুর রহমান মাসউদ আহ্বায়ক হিসেবে এই সংগঠনের কার্যক্রম শুরু করেন। তিনি বলেন এ সংগঠনের মাধ্যমে প্রথমে টাঙ্গাইলের শহীদ বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তা ব্রীজ, কালভার্ট, মোড়, স্ট্রীট স্কয়ার, সরণি ও তোড়ন নামকরণ করার লক্ষ্যে কাজ করবেন।
সংগঠনের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দাবি অনুযায়ী নামকরণের স্বীকৃতি প্রদান করে আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আত্মত্যাগকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিফলকে অমর করে রাখা হোক।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি যে সম্মান ও সম্মানী প্রদান করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। যে সকল বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, তারা কি পেল? তাদের নামের তালিকা সম্বলিত ফলক কেন মুছে ফেলা হচ্ছে? নয়তো কালের বিবর্তনে মুছে যাচ্ছে।
তাই আমাদের সংগঠন "শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে '৭১" এর মাধ্যমে আহ্বান, দেশের জন্য শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে উপজেলা ভিত্তিক স্মৃতিফলক তৈরী করা হোক। এজন্য জেলা প্রশাসক ও মেয়র'সহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি প্রয়োজন। সেই সাথে টাঙ্গাইল পৌর এলাকার ৪ জন শহীদ মুক্তিযোদ্ধার নামে চারটি প্রধান সড়ক নামকরণের দাবি জানাই। পরবর্তীতে টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ স্মৃতিফলক স্থাপন করার দাবি জানাই।
সংগঠনের আহ্বায়ক হাফিজুর রহমান মাসউদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সকল সংগঠন'সহ, মুক্তিযুদ্ধের পক্ষের সকলের সহযোগিতা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
প্রীতি / প্রীতি
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার