ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

অবৈধ ড্রেজার দিয়ে রাতের আঁধারে লুট হচ্ছে পদ্মার বালু


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৮-১-২০২৩ রাত ১০:৩৩
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। রাতেই বাল্কহেডে করে এসব বালু চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।এছারাও উপজেলার পদ্মানদীর পাড়ে বিভিন্ন পয়েন্টে বালুর গদি খুলে ব্যবসাও করছেন তারা। উপজেলার মানিকনগর,বকচর,আন্ধারমানিক,খালপাড়,দাসকান্দি বয়ড়াসহ বেশ কয়েকটি পয়েন্টে পদ্মাপাড়ে এসব বালুর গদি দেখা গেছে। পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পদ্মাপাড়ের ফসলি জমি, বাড়িঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙন হুমকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাছারা বালুর গদি করার কারনে চলাচলে অসুবিধা,আনলোডার দিয়ে গদিতে বালু ফেলার কারনে আশপাশের ফসলি জমিতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে ফসলি জমিতেও চাষের অসুবিধায় পড়েছে বেশ কয়েকজন কৃষক। প্রশাসনকে ফোনে জানানোর পরও কোন কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। আর অবৈধ যানবাহন ট্রলি,মাহিন্দ্রায় এসব বালু বিক্রি হয় রাতের আধারেই। এছারা আনলোডার দিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় ভরাট করছেন এই বালু ব্যবসায়ীরা।
 
স্থানীয় বাসিন্দারা জানান, হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নই ভাঙনকবলিত এলাকা। প্রতিবছরই নদী ভাঙনের ফলে এসব এলাকার ফসলি জমি, বসতবাড়িসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদীতে বিলীন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ভাঙন ঠেকাতে প্রতিবছরই বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। অবৈধভাবে ড্রেজার দিয়ে এভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন আরও ত্বরান্বিত হবে।অবৈধভাবে কাটিং ড্রেজার চালক আবুল কালাম জানান, হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ মোল্লা এবং গালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সূত্রধর আমাদের ভাড়া করে এনেছেন। সরেজমিনে দেখা যায়, পদ্মা নদীর রামকৃষ্ণপুর এলাকায় ‘মেসার্স আরাফাত এন্টারপ্রাইজ-৪’ নামক ড্রেজার বসিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এসব বালু বাল্কহেডে করে রাতেই দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। দিনের বেলায় বলগেট রামকৃষ্ণপুর এলাকায় নদীর পাড়ে রাখা হয়। সন্ধ্যার পর থেকেই চলে বালু উত্তোলন।
 
জানতে চাইলে ড্রেজারের চালক আবুল কালাম বলেন, ‘‘দিন দশেক আগে ড্রেজার নিয়ে এখানে এসেছি। তিনদিন যাবত বালু কাটছি। নদীর মাঝে চরের পাশ থেকে বালু কাটি। মোল্লা ফরিদ আর দুলাল সূত্রধর আমাদের এনেছে। গতকাল রাতেও সাত হাজার ঘনফুট বালু উত্তোলন করেছি। মোল্লা ফরিদ ও দুলাল সূত্রধরের সঙ্গে প্রতি ঘনফুট বালু ৬০ পয়সা দরে কাটার চুক্তি হয়েছে।”সরেজমিনে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আট-দশ দিন যাবত ড্রেজার এখানে আনা হয়েছে। দিনের বেলায় পাড়ে ভিড়ানো থাকলেও সন্ধ্যার পর থেকেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। অবৈধভাবে এই ড্রেজিং এর ফলে পদ্মার ভাঙন আরও বাড়বে।
 
নাম প্রকাশ না করার শর্তে রামকৃষ্ণপুর গ্রামের এক গৃহবধূ বলেন, ‘‘কয়েকদিন যাবত সন্ধ্যার পর থেকেই ড্রেজার দিয়ে বালু কাটা হচ্ছে। আর দিনের বেলায় ড্রেজার এনে পাড়ে রাখা হয়।”
আনলোডার দিয়ে ভরাটের কাজ করা দাসকান্দি গ্রামের বালু ব্যবসায়ী আবুল জানান- আমরা বলগেট থেকে আড়াই টাকা করে বালু কিনে আনি, আর ৫ টাকা দরে বিক্রি করি। নিউজ যেন না করি, সে বিষয়ে অনুরোধ এবং পরে আবুলের নাম যেন নিউজে না আসে, সেজন্য সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করা হয়।
রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘‘এমনিতেই প্রতিবছর নদীতে ভাঙ্গে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন আরও বৃদ্ধি পাবে। আমাদের নদী পাড়ের মানুষের যে কি কষ্ট তা তো ড্রেজারওয়ালারা বুঝবে না।”
 
বকচর গ্রামের কৃষক সফি বলেন, কয়েকদিন যাবত দিনের বেলায় ড্রেজার নদীর পাড়ে ভিড়ানো দেখি। শুনেছি সন্ধ্যার পরে ড্রেজার দিয়ে বালু কাটা হয়।সরজমিনে দুলাল সূত্রধরকে ড্রেজারে পাওয়া গেলেও তিনি বালু উত্তোলনের সাথে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘আপনারা মোল্লা ফরিদের সাথে কথা বলেন।”মুঠোফোনে যোগাযোগ করে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মো. ফরিদ মোল্লা বলেন, ‘‘আমি এ বিষয়ে কিছুই জানিনা, আমার নাম ভাঙ্গিয়ে কেউ এসব করতে পারে।
 
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি জানতাম না। দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ মুঠোফোনে বলেন, ‘‘আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। এরকম বিষয় থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী