অর্ধশত দালাল ও তিন কর্মচারীর নিয়ন্ত্রণে কক্সবাজার পাসপোর্ট অফিস
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস যেন দালালের হাট। দালাল ছাড়া কোনো কাজই হয় না এই অফিসে। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অর্ধশত দালালের এমন দৌরাত্ম্য চলছে বছরের পর বছর। এমনটি জানিয়েছেন দূর দূরান্ত থেকে পাসপোর্ট করতে আসা ভূক্তভোগীরা।
অভিযোগ আছে, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মচারী-কর্মকর্তাদের যোগসাজশে অর্ধশত দালাল রোহিঙ্গা ও গ্রামের সহজ সরল মানুষদের পাসপোর্ট বানানোর নামে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে উঠে এসেছে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারীসহ অর্ধশত দালালের নাম।
নাম প্রকাশ না করার শর্তে এক দালাল জানিয়েছেন, দালালদের মাধ্যমে পাসপোর্টের আবেদন করলে আবেদন ফরমে বিশেষ কিছু চিহ্ন থাকে যেমন- 'স্টার , টিক, ডি, এফ, ও'। পাসপোর্টের আবেদনগুলোতে 'বিশেষ চিহ্ন' আছে কিনা যাচাই করে পাসপোর্ট অফিসের কর্মচারীরা। এরপর ওই চিহ্নের পাশে আরেকটি 'চিহ্ন' ব্যাবহার করে তারা। মূলত এই বিশেষ চিহ্নের মাধ্যমে পাসপোর্টের কাজ শুরু করেন তারা। এরপর দালালদের কাছ থেকে সপ্তাহে বা মাসে ঘুষের টাকা বুঝে নেন অফিস সহকারী কাম কম্পিউটার শাখাওয়াত হোসাইন, অফিস সহায়ক মোঃ সাদ্দাম হোসাইন ও পরীচ্ছন্নতা কর্মী মো. খাদেমুল ইসলাম। আবার সেই ঘুষের টাকা থেকে একটি অংশ অফিস সহকারী থেকে শুরু করে সহকারী পরিচালক পর্যন্ত যায় বলেও জানিয়েছেন এই দালাল।
তিনি আরো জানান, আবেদনকারীদের ফরমে ওই 'বিশেষ চিহ্ন' থাকলে প্রতিটি পাসপোর্ট থেকে সরকারী নির্দিষ্ট ফি এর বাইরে অতিরিক্ত ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা ও নাম বা বয়স সংশোধন করতে হলে নেন ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা অফিসের কর্মচারীরা। আর এই বিশেষ চিহ্ন না থাকলে সহজে কার্যক্রম শুরু করে না তারা। হতে হয় নানান হয়রানির শিকার। পাসপোর্টও মেলে না যথা সময়ে। বাধ্য হয়ে গ্রাম থেকে আসা মানুষগুলো অফিসের কর্মচারীরা ও দালালের দারস্থ হন বলেও স্বীকার করেন এই দালাল।
সম্প্রতি গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে উঠে এসেছে পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারী ও অর্ধশত দালালের নাম। এসব দালালরা পাসপোর্ট অফিসের কর্মচারীদের যোগসাজশে রোহিঙ্গা ও গ্রামের সহজ সরল মানুষদের পাসপোর্ট বানিয়ে দিয়ে অবৈধ টাকায় কিনেছেন গাড়ি, করেছেন বাড়ি, ক্রয় করেছে একাধিক জমি ও বনে গেছেন কোটিপতি।
রোহিঙ্গাদের পাসপোর্ট করার তালিকায় রয়েছেন, রামু রশিদনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের হরিতলা এলাকার মোহাম্মদ সিকান্দারের ছেলে মোহাম্মদ হাসান তারেক, টেকনাফের মোহাম্মদ ইসমাইল, ঈদগাঁহ ইসলামপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের উত্তর নাপিতখালী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল মালেক, সদর উপজেলা চৌফলদন্ডি ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সংখ্যালঘু পাড়ার বশির আহমদের ছেলে মোহাম্মদ রুবেল, কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার মো. সৈয়দের ছেলে মো. রুবেল, ঈদগাঁহ ইসলামাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আউলিয়াবাদ তেতুলতলী এলাকার মৃত জালাল আহমদের ছেলে তৈয়ব জালাল।
এছাড়াও রয়েছে, ঈদগাঁহ উপজেলার ঈদগাঁহ ইউনিয়ন ২নং ওয়ার্ড উত্তর মাইজ পাড়ার আলতাজ আহমদের ছেলে মোঃ জানে আলম, কক্সবাজার কোর্ট বিল্ডিং মসজিদ মার্কেট দ্বিতীয় তলার আব্দুস সালাম, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের রুহুল আমিন প্রকাশ পেট মোটা আমিন,
একই মার্কেটের কম্পিউটার দোকানের মোহাম্মদ সাইফুল ইসলাম, পেকুয়া রাজাখালী ইউনিয়নের মোঃ রাজু, চকরিয়া ডুলহাজারা ইউনিয়ন রংমহল এলাকার মোহাম্মদ মিজানুর রহমান, সদর চৌফলদন্ডি ইউনিয়ন ৭নং ওয়ার্ড উতবতর পাড়ার নুরুল আজিমের ছেলে আমান উল্লাহ প্রকাশ মোটা আমানসহ অর্ধশতাধিক দালাল।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি বলেন, ৩০ লাখ মানুষের জেলায় প্রতিদিন গড়ে দুইশ থেকে তিনশো নতুন পাসপোর্টের আবেদন জমা পড়ে এ অফিসে। বছর বছর কর্মকর্তা-কর্মচারী পরিবর্তন হলেও দালালরা কোন না কোনভাবে কর্মকর্তাদের ম্যানেজ করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাখাওয়াত হোসাইন, অফিস সহায়ক মোঃ সাদ্দাম হোসাইন ও পরীচ্ছন্নতা কর্মী মো. খাদেমুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দেবনাথ এর সাথে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান