আত্নগোপনে থেকে অপহরণ নাটকের গুরু বাবুল শীল ময়মনসিংহ গ্রেফতার

প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপনে চলে যান বাবুল শীল। এরপর বাবুলের স্ত্রী স্বপ্না রানী ফুলবাড়ী থানায় ৩ জন সহ অজ্ঞাত নামা ৩/৪ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। ২ মাস আত্নগোপনে থাকার পর ময়মনসিংহ শহর থেকে অপহরন মামলার সাজানো ভিকটিম বাবুল শীল কে উদ্ধার করেছে যৌথভাবে কুড়িগ্রাম ও ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা পুলিশের সান্ব ইন্সপেক্টর এনামুল হক বুধবার জানান, গত ১০ জানুয়ারী (সোমবার) ময়মনসিংহ কোতোয়ালি থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা ভিকটিম বাবুল শীলকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম বাবুল শীল, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার, বোয়ালভীর গ্রামের গোপাল চন্দ্র শীলের ছেলে।
স্বপ্না রানীর অভিযোগ থেকে জানা যায়, ১৭ নভেম্বর ২০২২ মামলার বাবলু শীল নেওয়াশী বাজারের সেলুনের দোকান হতে অপহরণ করে নিয়ে যায়। ১৮ তারিখ অনেক খোজাখুজি করার পর কোন সন্ধান না পেয়ে প্রথমে নাগেশ্বরী থানায় অবহিত করেন এবং পরবর্তীতিতে নাগেশ্বরী থানার ডিউটি অফিসার অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। পরে ৩ জন সহ আরো ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তির নামে ফুলবাড়ি থানায় একটি অপহরণ মামলা করেন (মামলা নং ১৭ তারিখ ২৫-১১-২০২২ জি আর -২৮৬ ধারা ৩২৩। ৩৬৪।৫০৬ (২)। ৩৪ পেনাল কোড ১৮৬০ মামলাটি রুজু করেন মোঃ ফজলুর রহমান অফিসার ইনচার্জ, ফুলবাড়ি, কুড়িগ্রাম। মামলাটি তদন্ত করার জন্য সাব ইন্সপেক্টর এনামুল হক এর উপর দায়িত্ব দেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের সাব ইন্সপেক্টর ফুলবাড়ি, কুড়িগ্রাম এনামুল হক জানান, তদন্তের দায়িত্ব পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানা যায় ঘটনার পর থেকে বাবলু বিশ্বাস বিভিন্ন জেলা ঘুরে সর্বশেষ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকার শুম্ভগন্জ মাঝিপাড়া একটি ব্যাচলর ম্যাসে আত্মগোপন করে আছেন। মুলত মামলার এজাহার নামীয় আসামীদের সাথে সাজানো ডিবি পুলিশ ও আর্থিক লেনদেন বিষয়কে কেন্দ্র করে বাবুল শীল আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক তৈরি করেছে বলেও জানান তিনি। ঘটনার বিষয়ে বাবুল শীলকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করার উদ্দেশ্যে আদালতে প্রেরন করা হয়।
সুজন / সুজন

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
