ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বেড়েছে ডায়রিয়া রোগী

আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন সংকট


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ২:৫৬

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত কারণে প্রতিনিয়ত ডায়রিয়া রোগ নিয়ে ভর্তি হচ্ছেন অনেক রোগী। এমন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে কলেরা স্যালাইন সংকট। সংকটের কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছেন চাহিদার তুলনায় স্যালাইনের প্রাপ্যতা রয়েছে কম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের ১৪ তারিখ দুপুর ১ টা পর্যন্ত এক দিনেই ডায়রিয়া রোগে ভর্তি হয়েছেন পুরুষ ৩ জন ও শিশু ১ জন রোগী। গত বছরের ২৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ডায়োরিয়া রোগে শিশু ৯২ জন, পুরুষ ৩৩ জন এবং মহিলা ৩০ জন। এর মধ্যে শিশু রোগীর সংখ্যায় সবচেয়ে বেশি।
আরো জানা গেছে, এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লি: -এ ২০২২-২৩ অর্থ বছরে এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক হাজার মি.লি. কলেরা স্যালাইনের চাহিদা দেওয়া ছিল ৩ হাজার পিস। তবে সেই তুলনায় পাওয়া গেছে ৮’শ পিস। ৫’শ মি.লি. এর কলেরা স্যালাইনের চাহিদা ২ হাজার পিস দেওয়া হলেও বিভিন্নভাবে তা পাওয়া গেছে মাত্র ৪০ পিস। সর্বশেষ আবার ৪ জানুয়ারি আবারও ১ হাজার মি.লি. কলেরা স্যালাইনের জন্য ১ হাজার পিস চাহিদা এবং ৫’শ মি.লি. কলেরা স্যালাইনের চাহিদা দেওয়া হয়েছে ১ হাজার পিস, যা এখনও পাওয়া যায়নি। হাসপাতালের স্টোরে ১ হাজার মি.লি. কলেরা স্যালাইন শেষ হয়েছে গত বছরের ২৩ নভেম্বর এবং ৫’শ মি.লি. কলেরা স্যালাইন শেষ হয়েছে চলতি বছরের ৩ জানুয়ারি।
এতে প্রয়োজনের তুলনায় বেশি ডায়রিয়া রোগী ভর্তি থাকার কারণে কলেরা স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 
একাধিক রোগীরা জানায়, ডায়রিয়া রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হলে বাহির থেকে কলেরা স্যালাইন কিনতে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সামর্থবানরা স্যালাইন কিনতে পারলেও অসুবিধায় পরছেন দরিদ্র রোগীরা। তবে অন্যান্য প্রায় সকল ওষুধ মিলছে হাসপাতাল থেকে।
হাসপাতালে ভর্তিকৃত শাহীন রানা নামের এক রোগী বলেন, ‘আজ সকালে ডায়রিয়া জনিত সমস্যার নিয়ে হাসপাতালে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে উপরে বিছানায় আসলে নার্সরা আমাকে বাইর থেকে প্রথমে স্যালাইনের সেট কিনে আনতে বলে। এটি আনার পর তারা আবার স্যালাইন কিনে আনতে বলে। আমার সাথে লোক না আসায় বিপাকে পড়েছি’।   
এবিষয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালার কার্যালয়ে গিয়ে তাকে না পাওয়ায় তিনি মুঠোফোনে বলেন, এ বিষয়ে আবাসিক মেডিক্যাল অফিসারের সাথে কথা বলেন।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসিফ আদনান বলেন,‘ এবারের তীব্র শৈত্যপ্রবাহে শীত বেশি হওয়ায় ডায়রিয়া রোগী বেড়েছে। চাহিদার তুলনায় এবছর কলেরা স্যালাইন ২৫ থেকে ৩০ শতাংশ পাওয়া গেছে। বাহির থেকে অনান্য স্যালাইন বা ঔষধ হাসপাতালের পক্ষ থেকে সরকারিভাবে কেনা গেলেও কলেরা স্যালাইন এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি থেকেই নিতে হয়। তারা আমাদের সরবরাহ করলেই আমরা তা ভর্তি রোগীদের দিতে পারব। প্রাপ্যতা কম থাকায় এই সংকট দেখা দিয়েছে’।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা