তাড়াশে রাস্তার মধ্যে ডেকারেটরের মালামাল জবরদস্তি- থানায় অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে পুর্ব শত্রুতার জের ধরে রাস্তার মধ্যে ডেকারেটরের মালামাল জবরদস্তি করেছে দুর্বৃত্তরা। ১২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নাদোৗসয়দপুর বাজারের ডেকারেটর মালিক আব্দুর রাজ্জাকের কর্মরত কর্মীদের উপর এ ঘটনা ঘটে। ১৩ জানুয়ারী শুক্রবার সকালে থানা অফিসার ইনচার্জের প্রোগ্রাম করার জন্য আব্দুর রাজ্জাক ডেকারেটরের মালামাল নিয়ে যাওয়ার সময় ৩ সদস্য দুর্বৃত্তদের দল চরকুশাবাড়ী গ্রামের মোঃ হয়’র ছেলে আলামিন, লিটন পাষানের ছেলে শুভ ও ইশ^রপুর গ্রামের জুয়েল ওই ডেকারেটর কর্মীদের উপর অর্তকিত ভাবে হামলা করে মারপিট করে। এ সময় প্রাণ নাশের হুমকি দামকী দিয়ে ২টি বক্স ও ৯০০১ ডেলটা সেট ও মঞ্চ সাজানো কাপড় চোপড় জবরদস্তি করে নিয়ে যায়। ডেকারেটর মালিক আব্দুর রাজ্জাক বলেন এই দুর্বত্তরা এর আগেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আমি ওই দুর্বত্তদের নামে থানায় অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম