হরিরামপুরে পাটগ্রাম অনাথ বন্ধু উৎসব ২০২৩ অনুষ্ঠিত

ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। কুয়াশায় চারিদিক ঘিরে ধরেছে, সেই কুয়াশা ভেদ করে একদল তরুন হাটহাটি পা পা করে পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছেন। উপলক্ষ্য 'পাটগ্রাম অনাথ বন্ধু উৎসব ২০২৩' উদযাপন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শতবর্ষপ্রাচীন বিদ্যাপীঠের বাৎসরিক এ আয়োজনকে ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিলো না কারো মাঝেই।
শুক্রবার ১৩ ই জানুয়ারী, সকাল পৌনে আটটায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও উদ্দীপনা সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় উৎসবের। বিদ্যালয়ের নামের সাথে মিল রেখে এর নাম দেয়া হয়েছে "পাটগ্রাম অনাথ বন্ধু উৎসব"। দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন সবাই। স্কুলজীবনের দিনগুলো নিয়ে স্মৃতিকথা, আড্ডা ও হৈ-হুল্লোড়ে কেটেছে তাদের দিন। স্বল্প সময়ের জন্য হলেও তারা যেন ফিরে পেয়েছিলেন স্কুলজীবনের সেই পুরনো আমেজ। এ উৎসব তাই পরিণত হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের মিলনমেলায়।পাটগ্রাম অনাথ বন্ধু উৎসব উদ্বোধন করেন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক পদ্মাপাড়ের সক্রেটিসখ্যাত বাবু হরিপদ সূত্রধর।
৮ম বারের মত আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের ১৯৯৮-২০২২ ব্যাচের শিক্ষার্থীদের ২৫টি দল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। প্রতিটি ব্যাচ থেকে সাতজন খেলোয়ার নিয়ে দল গঠিত হয়। ফাইনাল খেলায় ২০১৪ ব্যাচের দল "ডানপিটে ২০১৪" কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ২০১৩ ব্যাচের "বিদ্রোহী ২০১৩" ব্যাচ।উৎসবে মেয়েরাও অংশগ্রহণ করেছে সমানতালে। সতীর্থদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের জন্যও ছিলো মার্বেল দৌড় খেলার আলাদা ইভেন্ট।
উৎসবে অংশগ্রহণকারী প্রতিটি ব্যাচেরই ছিলো আলাদা জার্সি। ছিলো দুপুরের খাবারের আয়োজন। খেলা শেষে সবাই মিলে পরিষ্কার করেছে মাঠে পড়ে থাকা পলিথিন, পানির বোতল, কাগজের টুকরোসহ ময়লা-আবর্জনা।উৎসবে আগত প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের বরণডালায় বরণ করে নেন শিক্ষার্থীরা।বিকেল চারটার দিকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ছাড়াও ছিলো প্রাক্তন ছাত্রীদের ইভেন্টের পুরষ্কার, ম্যান অব দ্য উৎসব, ম্যান অব দ্য সেমিফাইনালস, ম্যান অব দ্য ফাইনাল, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা কোচ, সেরা উদীয়মান খেলোয়াড়, আম্পায়ার, স্কোরার, অতিথি ধারাভাষ্যকার, ফটোগ্রাফার এবং অতিথিদের সম্মাননা স্মারক। সাথে পুরষ্কার হিসেবে দেয়া হয় গাছও। পুরষ্কার বিতরণের সময় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সবাই মাঠের সবুজ ঘাসে বসেন।
উদ্বোধনী, পুরষ্কার বিতরণসহ দিনের বিভিন্ন সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাববের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ এবং উৎসব সমন্বয়ক তানভীর রাজিব, শাহাবুদ্দিন চঞ্চল,মনির হোসে,মাসুদুর রহমানসহ বিশিষ্টজনেরা। বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন- ফকির সাহেব, কুয়াশামুর্খ, গানপোকা, মনের মানুষ ব্যান্ড,সজীব আব্দুল্লাহ প্রমুখ।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
Link Copied