ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

হরিরামপুরে পাটগ্রাম অনাথ বন্ধু উৎসব ২০২৩ অনুষ্ঠিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৪:১১
ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। কুয়াশায় চারিদিক ঘিরে ধরেছে, সেই কুয়াশা ভেদ করে একদল তরুন হাটহাটি পা পা করে পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছেন। উপলক্ষ্য 'পাটগ্রাম অনাথ বন্ধু উৎসব ২০২৩' উদযাপন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শতবর্ষপ্রাচীন বিদ্যাপীঠের বাৎসরিক এ আয়োজনকে ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিলো না কারো মাঝেই।
 
শুক্রবার ১৩ ই জানুয়ারী, সকাল পৌনে আটটায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও উদ্দীপনা সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় উৎসবের। বিদ্যালয়ের নামের সাথে মিল রেখে এর নাম দেয়া হয়েছে "পাটগ্রাম অনাথ বন্ধু উৎসব"। দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন সবাই। স্কুলজীবনের দিনগুলো নিয়ে স্মৃতিকথা, আড্ডা ও হৈ-হুল্লোড়ে কেটেছে তাদের দিন। স্বল্প সময়ের জন্য হলেও তারা যেন ফিরে পেয়েছিলেন স্কুলজীবনের সেই পুরনো আমেজ। এ উৎসব তাই পরিণত হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের মিলনমেলায়।পাটগ্রাম অনাথ বন্ধু উৎসব উদ্বোধন করেন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক পদ্মাপাড়ের সক্রেটিসখ্যাত বাবু হরিপদ সূত্রধর।
 
৮ম বারের মত আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের ১৯৯৮-২০২২ ব্যাচের শিক্ষার্থীদের ২৫টি দল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। প্রতিটি ব্যাচ থেকে সাতজন খেলোয়ার নিয়ে দল গঠিত হয়। ফাইনাল খেলায় ২০১৪ ব্যাচের দল "ডানপিটে ২০১৪" কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ২০১৩ ব্যাচের "বিদ্রোহী ২০১৩" ব্যাচ।উৎসবে মেয়েরাও অংশগ্রহণ করেছে সমানতালে। সতীর্থদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের জন্যও ছিলো মার্বেল দৌড় খেলার আলাদা ইভেন্ট।
 
উৎসবে অংশগ্রহণকারী প্রতিটি ব্যাচেরই ছিলো আলাদা জার্সি। ছিলো দুপুরের খাবারের আয়োজন। খেলা শেষে সবাই মিলে পরিষ্কার করেছে মাঠে পড়ে থাকা পলিথিন, পানির বোতল, কাগজের টুকরোসহ ময়লা-আবর্জনা।উৎসবে আগত প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের বরণডালায় বরণ করে নেন শিক্ষার্থীরা।বিকেল চারটার দিকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ছাড়াও ছিলো প্রাক্তন ছাত্রীদের ইভেন্টের পুরষ্কার, ম্যান অব দ্য উৎসব, ম্যান অব দ্য সেমিফাইনালস, ম্যান অব দ্য ফাইনাল, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা কোচ, সেরা উদীয়মান খেলোয়াড়, আম্পায়ার, স্কোরার, অতিথি ধারাভাষ্যকার, ফটোগ্রাফার এবং অতিথিদের সম্মাননা স্মারক। সাথে পুরষ্কার হিসেবে দেয়া হয় গাছও। পুরষ্কার বিতরণের সময় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সবাই মাঠের সবুজ ঘাসে বসেন।
 
উদ্বোধনী, পুরষ্কার বিতরণসহ দিনের বিভিন্ন সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাববের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ এবং উৎসব সমন্বয়ক তানভীর রাজিব, শাহাবুদ্দিন চঞ্চল,মনির হোসে,মাসুদুর রহমানসহ বিশিষ্টজনেরা। বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন- ফকির সাহেব, কুয়াশামুর্খ, গানপোকা, মনের মানুষ ব্যান্ড,সজীব আব্দুল্লাহ প্রমুখ।
 
 

এমএসএম / এমএসএম

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু

কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়