দ্বাদশ নির্বাচনে ৩০ আসনের আগাম প্রার্থীর নাম ঘোষনা করলেন এনডিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ের আগাম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম। শনিবার (১৪ই জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “মহান আল্লাহ্র প্রতি ভরসা রেখে বলছি, আমাদের লক্ষ্য ১৫১ আসন।”
লিখিত বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আরও বলেন, “নির্বাচনের আগে আমরা জাতীয় সংলাপ আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেসব বক্তব্য দিচ্ছেন তা বর্তমান সংঘাতময় পরিস্থিতিকে আরও উষ্কে দিচ্ছে বলে আমরা মনে করি।”
তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের শাসন আমলে যারা যারা অর্থ পাচার করেছেন, ব্যাংক লুট করেছেন, শেয়ার মার্কেটে কারসাজি করে সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়েছেন, সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন তাঁদের তালিকা প্রণয়ন করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।“ নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে সন্দেহ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন,” নিরপেক্ষ নির্বাচনের অনুকূল পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয় নাই। যদি আমাদের নিকট দৃঢ়ভাবে প্রতীয়মান হয়, সরকার কাউকেই নির্বাচনের মাঠে লড়তে দিবে না অথবা আমাদের প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট এবং কর্মী-সমর্থকদের কাউকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে দিবে না তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পিছুপা হবো না।”
ববি হাজ্জাজ বলেন, “বিএনপি এবং অন্য অনেক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা হয়তো আরও পরে যেয়ে স্পষ্ট হবে। তবে জনসমর্থনের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হলো নির্বাচন। রাজপথে আমরা যেভাবে স্বক্রিয় ছিলাম, ইনশাআল্লাহ নির্বাচনের মাঠেও একইভাবে লড়ে আমরা জনগণের বিজয় নিশ্চিত করব।”
প্রার্থী ঘোষণার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান। এসময় গণমাধ্যমের সামনে প্রথম পর্যায়ের ৩০ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন এনডিএম এর যুগ্ম মহাসচিব এবং দলের প্রধান নির্বাচন সমন্বয়কারী মোমিনুল আমিন।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৭ এবং ঢাকা-৬, ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান ঢাকা-১৩, যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন রাজবাড়ী-২, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা চাঁদপুর-৩, বিভাগীয় সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ কক্সবাজার-৪, শাহাদাত হোসেন চাঁদপুর-৪, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান মেহেরপুর-২, নুরুল আমিন লিটন চাঁদপুর-২, মোঃ এমরান চৌধুরী চট্রগ্রাম-১৩, মোজাফফর হোসেন দিনাজপুর-৩, মিজানুর রহমান জামালপুর-৫, ডা.লিয়াকত আলী টাঙ্গাইল-৮, দিদারুল ইসলাম নড়াইল-২, সানোয়ার হোসেন গাইবান্ধা-৪ সহ অন্যান্য সংসদীয় আসনে প্রার্থীদের নাম এসময় ঘোষিত হয়।
এমএসএম / এমএসএম
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক
Link Copied