করোনা মুক্ত হলেন আ'লীগ নেত্রী মেরিনা জাহান কবিতা
করোনা মুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শনিবার সন্ধায় তার করোনা টেস্টের পর ফল নেগেটিভ এসেছে।
প্রফেসর মেরিনা জাহান কবিতার ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম জানান, ৯জুলাই বৃহস্পতিবার আমার মায়ের জ্বর আসে। শুক্রবার তার করোনা নমুনা পরীক্ষা করাই। শনিবার রাতে রিপোর্ট পজিটিভ আসে।
প্রফেসর মেরিনা জাহান কবিতা শনিবার সন্ধায় তার ফেসবুক ওয়ালে লিখেছেন, কিছুক্ষণ আগে আমার করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে। প্রজন্মের কিংবদন্তি, দেশরত্ন শেখ হাসিনা যাঁর বিচক্ষণ নেতৃত্বে স্বপ্ন ছুঁয়েছে বাংলাদেশ-আমার খোঁজ নিয়েছেন ফোনে। আমি কৃতজ্ঞ, অভিভূত। সবার দোয়া, শুভ কামনা, ভালোবাসা সবসময় আমার চারপাশে ছিলো, আগামীতেও থাকবে সেই প্রত্যাশা। সর্বপরি মহান সৃষ্টি কর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। জয় বাংলা।
এমএসএম / এমএসএম