ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ডাকাত শাহীনের ভয়ে জিম্মি ছিল অর্ধ লক্ষ মানুষ, অবশেষে গ্রেফতার


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৯-১-২০২৩ রাত ৯:২৭

মাদক, ডাকাতি, অস্ত্র ও গরু চুরিসহ ১৩ মামলার আসামী শাহিন ডাকাত ও তার সহযোগীকে গ্রেফতার করেছে কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা। বুধবার ১৮ জানুয়ারী রাত নয়টার দিকে বান্দরবান মেঘলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শাহীন ডাকাত এর বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ০৫ টি ডাকাতি, ০৩ টি অস্ত্র, ০১ টি মাদক, ০৪ টি হত্যা চেষ্টার মামলা রয়েছে এবং সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে শাহীনুর রহমান ওরফে  ডাকাত শাহিন (৩৫) এবং তার অন্যতম সহযোগী মোঃ তারেক জিয়া (১৯)। বৃহস্পতিবার ১৯ জানুয়ারী দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫। 

সংবাদ সম্মেলনে তারা জানান, সম্প্রতি শাহিন ডাকাত ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন রামু উপজেলার সচেতন মহল ও ভুক্তভোগীরা। তার অপকর্মের ভয়ে রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ জিম্মি হয়েছিল। তার অপকর্মের বিষয়গুলি বিভিন্ন পত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়েছে। সম্প্রতি দায়েরকৃত একটি নিয়মিত মামলা ও গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে তাকে গ্রেফতারের নিমিত্তে আমরা গোয়েন্দা নজরদারি শুরু করি। গ্রেফতার এড়ানোর লক্ষ্যে সে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। অতঃপর গত ১৮ জানুয়ারি রাত ৯টার দিকে বান্দরবান মেঘলা এলাকা থেকে শাহিন ডাকাত ও তার অন্যতম সহযোগী তারেক জিয়াকে গ্রেফতার করা হয়।

আরো জানান, ইতিপূর্বেও শাহীন ডাকাত আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিল। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এই শাহীন ডাকাত। সে প্রায়শই রাতের বেলায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলবলসহ সশস্ত্র মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতো। গত ১২ জানুয়ারি গর্জনিয়ার একজন মনিরুল আলম নামের এক ইউপি সদস্য তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় শাহিন ডাকাত গ্যাং তাকে মারাত্নকভাবে পিটিয়ে দুই পা ভেঙ্গে দেয়। 

স্থানীয়দের দেয়া তথ্য মতে, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে রামু গর্জনিয়া শিবাতলী পাহাড়ি এলাকার গোপন আস্তনা থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন আন্তঃউপজেলার শীর্ষ ডাকাত শাহিন উর রহমান প্রকাশ ডাকাত শাহিন। সে সময় প্রায় তিন বছর কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে আবারো জড়িয়ে পড়েন অপরাধে। প্রতিরাতে ফাঁকা গুলি ছুঁড়ে জনমনে আতংক সৃষ্টি করেন। তার ইচ্ছার উপর চলে রামু ও নাইক্ষ্যংছড়ির প্রায় ৬ ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ। 

স্থানীয়দের দাবি, শাহীন ডাকাত নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবেও জাহির করে থাকে। তার ইচ্ছার বিরুদ্ধে গেলে অনেককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেন বলেও দাবি তাদের।রামু থানা পুলিশ জানিয়েছেন শাহীনের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় ১৩ টি মামলা রয়েছে।

শাহীনের হামলায় আহত ইউপি সদস্য মনিরুল আলম বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে কিডনাপ, চাঁদাবাজি, দখল বাজি, বাগান দখল এবং রাতে মানুষের বাড়ি থেকে গৃহপালিত পশু পাখি নিয়ে যায় শাহীন ডাকাতের সদস্যরা। ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে চাইনা। আমি তার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি বলেই আমাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিঠিয়েছে। আমি ডাকাত শাহীনের কঠিন শাস্তি দাবি জানাচ্ছি।

শাহিনের নির্যাতনের শিকার হেলাল উদ্দিন বলেন, রাতে অস্ত্রের মুখে আমাকে পূর্ববোমাংখীল এলাকার বাড়ি থেকে তুলে নিয়ে তার টর্চার সেলে আটকে রেখে নির্যাতন চালায়। একদিন পরে লাখ টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেয়।গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত