ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিশ্ববিদ্যালয়গুলে প্রকৃত জ্ঞান সৃষ্টি ও চর্চার জায়গা হোক: দিপু মনি


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৯-১-২০২৩ রাত ৯:২৮
'আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৃত জ্ঞান সৃষ্টি এবং চর্চার জায়গা হয়ে উঠুক। আমরা দেশ গড়ার স্লোগান শুনতে চাই, অমুক ভাইয়ের জন্য ধন্য, তমুক ভাইয়ের জন্য ধন্য- শুধু এসব চাই না।'বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গবেষণা-নৈপুণ্যের সম্মানস্বরূপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৭ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বর্তমান বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
 
দীপু মনি  আরো বলেন, 'লাইব্রেরী যেন শুধু বিসিএস পরীক্ষা প্রস্তুতি কেন্দ্র না হয়। যে যত ভালো অবস্থানেই যান একজন ভালো মানুষ হতে হবে, শত ত্যাগে পাওয়া এই মাতৃভূমিকে হৃদয়ে ধারণ করতে হবে, স্মার্ট নাগরিক হতে হবে। আপনারা শুধু প্রযুক্তি ব্যবহার করবেন না এর উদ্ভাবকও হবেন। যে যে বিষয়ে পড়েন না কেন সকলকে ভাষা জ্ঞান, প্রযুক্তি জ্ঞান অবশ্যই থাকতে হবে। নীতি নির্ধারক এবং শিক্ষকরা এ বিষয়ে কাজ করবেন। শুধু সনদ না, দক্ষতা তৈরি করতে কাজ করবেন।'
 
এছাড়া তিনি আরো বলেন, , 'কুমিল্লা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি অঞ্চল। কুমিল্লা অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং জ্ঞানীদের জন্য ঐতিহ্যমন্ডিত। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান সৃষ্টি করা। এই অ্যাওয়ার্ডের  উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় উপাচার্যকে ধন্যবাদ। আশা করি সামনেও এটি বলবৎ থাকবে। গুচ্ছ পরীক্ষার প্রাপ্ত অর্থ শিক্ষার্থীদের স্কলারশীপ দেয়ার মত একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য আবারও ধন্যবাদ জানাই উপাচার্যকে।'
 
অ্যাওয়ার্ড প্রাপ্ত একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোঃ বেলাল উদ্দিন বলেন, ' গবেষণা কাজের জন্য এরকম একটি অ্যাওয়ার্ড অবশ্যই আমাকে আনন্দিত করেছে এবং সামনে আরও কাজ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। 
আমার সাথে আমার অন্যান্য যে সহকর্মীরা অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন তাদেরকেও অভিনন্দন। বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞতা  এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি সামনেও এরকম উদ্যোগ গুলো চলমান থাকবে সেই সাথে আমরা যারা গবেষণার কাজে যুক্ত আছি তারাও আরও ভালো ভালো কাজ বিশ্বিবদ্যালয়কে উপহার দিতে পারবো।
 
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের। কারণ বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে অবদান রেখেছে এমন শিক্ষকদের জন্য আজকে দীপু মনি উপস্থিত হয়েছেন প্রথমবারের মত। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুণগত মান সম্পন্ন করার জন্য অ্যাকাডেমিক প্লানে দৃষ্টিপাত করছেন। আজকে যেমন তাকে আমরা আমাদের পাশে পেয়েছি সামনেও পাবো বলে আশা করি।
 
 
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। 
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কমকর্তা কমচারীরা।
 
এর আগে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত  ক্লাব কাম গেস্ট হাউজ ও ডোরমেটোরি উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত