ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

উল্লাপাড়ার মাটিতে চাষ হচ্ছে ম্যাক্সিকোর চিয়া সীড


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২০-১-২০২৩ দুপুর ৩:২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাটিতে চাষ হচ্ছে ওষুধি ও পুষ্টিগুণ সম্পন্ন সুপার ফুড হিসেবে খ্যাত চিয়া সীড।

দানাদার এ ফসল মানবদেহে বিভিন্ন রোগের কার্যকরী মহৌষধ হিসেবে কাজ করায় চাষাবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে অন্য ফসলের চেয়ে এ চাষাবাদে লাভের স্বপ্ন বুনছেন কৃষক।

দেশের মাটিতে মরুর উচ্চ মূল্যের বীজ চিয়া সীড চাষাবাদ হচ্ছে। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন উল্লাপাড়ার কয়ড়া সরাতলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ফার্মাসিষ্ট মো. গোলাম হোসেন। শখের বসে তিনি গত বছর ২৫ শতক জমিতে ম্যাস্টো কোম্পানির চিয়া সীড চাষাবাদ করেন।

প্রথম বছরেই প্রায় ১৩৫ কেজি বীজ পান। বিক্রি শেষে ৪০ কেজি বীজ তিনি চাষাবাদের জন্য রাখেন। কিন্তু সেই বীজে চাষাবাদে ভাল ফলন মেলেনি। তবে তিনি হাল ছেড়ে দেননি।

চলতি বছর বিদেশ থেকে চাষাবাদের জন্য তিনি ৯০ কেজি মেক্সিক্যান হাইব্রীড চিয়া সীড বীজ আমদানি করেন। এই বীজ তিনি জেলার উল্লাপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, গাইবান্ধার সুন্দরগঞ্জ, রংপুর সদর, শরিয়তপুরের জাজিরার কৃষকের মাধ্যমে ১৭০ বিঘা জমিতে চিয়া সীড চাষাবাদ করিয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, উল্লাপাড়া উপজেলার কয়ড়া সরতলা, রতদিয়ার, হরিশপুর গ্রামের মাঠে চিয়া সীড চাষাবাদের উদ্যোক্তা গোলাম হোসেন ২১ বিঘা, সাবেক ইউপি সদস্য ঠান্ডু মিয়া ২৯ বিঘা, হেলাল উদ্দিন ৩ বিঘা জমিতে এর চাষাবাদ করেছেন।

ইতোমধ্যে এসব জমিতে চিয়া সীডের গাছ বড় হয়ে ফুল ও ফল ধরেছে। লম্বা আকৃতির চিয়া সীডের গাছগুলো বাতাসে দোল খাচ্ছে। প্রতিটি গাছের সাথে অসংখ্য ফুল ও ফল ধরেছে। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া চিয়া চাষে উপযোগী হওয়ায় কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি এলাকায় চিয়া সীডের চাষাবাদ হয়। ওমেগা-৩, ফাইবার, ম্যাংগানিজ, ফসফরাস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি, থায়ামিন, নিয়াসিন, আয়রণ, দস্তা, ফ্যাটিক এসিড, ম্যাগনেসিয়াম। নানা উপায়ে এ বীজ খাওয়া যায়। এতে শারিরীক অনেক উপকার পাওয়া যায়।

প্রচার-প্রচারণা ও চাহিদার কারণে ইতোমধ্যে বাংলাদেশের বাজারে প্রকার ভেদে ১৩শ’ টাকা থেকে ২ হাজার টাকা দরে কেজি দরে চিয়া সীড বীজ বিক্রি হচ্ছে। যা বিদেশে থেকে আমাদানি করা হচ্ছে। সম্ভাবনাময়ী এ চাষাবাদ দেশে ছড়িয়ে দেয়া গেলে আমদানী ব্যয় কমানোর পাশাপাশি কৃষকরা বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে বলে আশা করছে কৃষি বিভাগ।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুর্বনা ইয়াসমিন সুমি জানান, উপজেলার কয়ড়া ইউনিয়নে প্রায় ৭০ হেক্টর জমিতে চিয়া সীড চাষাবাদ হয়েছে। কৃষিবিভাগ থেকে আমরা এই চাষাবাদে সার্বক্ষনিক মনিটরিংসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছি। এ বীজের অনেক দাম। এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকায় মাঠে গাছের ফুল  ও ফল ভাল দেখা যাচ্ছে। আশা করছি এ চাষাবাদে কৃষকরা ভাল লাভবান হতে পারবে।

এমএসএম / এমএসএম

মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে সন্দ্বীপে স্বৈরাচার পতনের ১ বছর পূর্তিতে বিশাল বিজয় র‍্যালি

সাংবাদিকদের মানুষের কণ্ঠস্বর হতে বললেন আমীর খসরু

ধানের শীষে ভোট দিলে নুতন বাংলাদেশ উপহার দিব তারেক রহমান: মীর হেলাল

লাকসামে বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনীর নেতৃত্বে মানববন্ধন ও বিজয় র‍্যালি

মধুখালীতে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির দোয়া, বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ইজারাদারের সংবাদ সম্মেলন

চন্দনাইশে ঐক্যের বন্ধনে আবদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

কুষ্টিয়ায় কোর্টপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জামায়াতের বিজয় মিছিল

জন্ম-মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে সেরা ইউএনও রুবেল রানা

নাগেশ্বরীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবস আনন্দ র‌্যালি ও আলোচনা সভা