মান্দায় সাংবাদিক পরিচয়ে বাড়িতে অনাধিকার প্রবেশসহ ঘরের তালা ভাংচুরের অভিযোগ
নওগাঁর মান্দায় সাংবাদিক পরিচয়ে বাড়িতে অনাধিকার প্রবেশসহ ঘরের তালা ভাংচুর করে ছবি তুলার অভিযোগ উঠেছে সাংবাদিক পরিচয়দানকারী দুইজনসহ আরো দুই জন যুবকের বিরুদ্ধে। এদের মধ্যে মাহাবুবুজ্জামান সেতু ও সুলতান আহম্মেদ নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় বাড়ির মালিক রেজাউল ইসলাম এর ছেলে পারভেজ রহমান ওই দিন রাত ৮টায় মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে পারভেজ রহমান এর বাবা রেজাউল ইসলাম সাংসারিক কাজে বাড়ি বাহিরে যান। দুপুর ২টার দিকে প্রতিবেশীর নিকট থেকে রেজাউল ইসলাম জানতে পারেন কয়েকজন যুবক দরজা খুলে বাড়িতে প্রবেশ করে বিভিন্নভাবে ছবি তুলছে। সংবাদ পেয়ে বাড়ির মালিক এসে দেখেন ওই যুবকরা বাড়ি ত্যাগ করে চলে গেছে। এসময় বাড়ির পশ্চিম পার্শের দরজা খোলা ছিল এবং ঘরের একটি তালাও ভাঙা ছিল। পরে তিনি জানতে পারেন জেলার মহাদেবপুর উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামের মাহবুবুজ্জামান সেতু এবং মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের সুলতান আহম্মেদ, গোবিন্দপুর গ্রামের আরিফ হোসেন ও রহমত আলী বাড়িতে অনাধিকার প্রবেশ করে এসব কর্মকাণ্ড চালিয়েছেন। এদের মধ্যে মাহবুবুজ্জামান সেতু ও সুলতান আহম্মেদ সাংবাদিক পরিচয় দিয়েছে।
প্রতিবেশী মাহমুদা বেগম বলেন, ওই যুবকরা পারভেজ রহমান এর বাড়ির আশপাশের ছবি তুলছিল। আমি তাদের পরিচয় জানতে চাইলে দু’জন নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। এসময় বাড়ির পুরুষ মানুষকে ডাকতে মাঠে যায়। মাঠ থেকে এসে দেখি, তারা বাড়ির দরজা খুলে প্রবেশ করে ভেতরের ছবি তুলেছেন। দরজা খুলে কেন বাড়ির ভেতরে প্রবেশ করেছে এব্যাপারে জানতে চাইলে তারা সাংবাদিকের দাম্ভিকতা দেখিয়ে বলে সবকিছুর ছবি তুলার অধিকার আছে। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
বাড়ির মালিক রেজাউল ইসলাম বলেন, আমি বাড়িতে ছিলাম না। পরে প্রতিবেশীর ফোন পেয়ে ছুটে আসি বাড়িতে। কিন্তু তার আগেই ওই যুবকরা চলে গেছে। আমি না থাকায় কেন তারা দরজা খুলে বাড়িতে প্রবেশ করবে। এমনকি বাড়ীর দক্ষিন-পশ্চিম পার্শের একটি ঘরের তালাও ভাঙা ছিল। অনাধীকার প্রবেশ করে বাড়ীর বিভিন্ন অংশের ছবি তুলেছে বলে প্রতিবেশীর কাছ থেকে শুনেছি।
রেজাউল ইসলাম এর ছেলে পারভেজ রহমান বলেন- ওই বাড়িতে বাবা-মা থাকেন। সাংসারিক কাজে তারা মাঠে ছিলেন। বাড়ির সদস্যের অনুপস্থিতিতে কেন একজনের বাড়িতে অনাধিকার প্রবেশ করবে। ঘটনায় থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে মাহবুবুজ্জামান সেতুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে চাননা। উল্টো তিনি প্রশ্ন করে বলেন, গিয়েছি তো কি হয়েছে বলে তিনি ফোন কেটে দেন। সুলতান আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে যাননি বলে জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দীক বলেন, দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। তবে বুধবার পারভেজ রহমান বাড়িতে কেউ না থাকায় অনাধিকার প্রবেশ নিয়ে থানায় একটা অভিযোগ করেছেন। আদোও কেউ প্রবেশ করেছে কিনা বা কেন প্রবেশ করেছে তা তদন্তপূর্বক ক্ষতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ