ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

শেরপুরে অবৈধভাবে খাদ্যশস্য মজুদ রাখায় এসিআই ফুড লিমিটেড এর বিরুদ্ধে মামলা


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৩ দুপুর ১২:২২
বগুড়ার শেরপুরে অবৈধভাবে মজুদ কৃত প্রায় সাড়ে ১৫ কোটি টাকার ধান-চাল জব্দ করার ঘটনায় এসিআই ফুডের মালিকসহ চারজনের বিরুদ্ধে  উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বৃহস্পতিবার রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেছেন। ইতোপূর্বে ২০২২ সালের ১, জুন একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একই অপরাধে এসিআইকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। 
 
শেরপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম বলেন,  মেসার্স শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের পাঁচটি গুদামে প্রায় ১ হাজার ৯২৯ দশমিক ৮৭৫ টন চাল এবং ২ হাজার ৫৮১ দশমিক ৬৩ টন ধান অবৈধভাবে মজুত করা হয়েছে। সরকারি হিসাবে এর মূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৩৯০ টাকা। এসিআই ফুড লিমিটেড তাঁদের মজুত করা ধান-চালের পক্ষে নিবন্ধন বা সরকারি কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়েছে। উপরন্তু মজুত করা চাল নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় প্যাকেটজাত করা হয়েছে।
বিশাল পরিমাণ খাদ্যশস্য অবৈধভাবে মজুত করে দেশে ধান-চালের কৃত্রিম সংকট সৃষ্টি, বাজার অস্থিতিশীল ও মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তারা কন্ট্রোল অব এসেনশিয়াল  কমোডিটিস অ্যাক্ট, ১৯৫৬ ভংগ করেছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ২৫ ডি ধারায় মামলা করা হয়েছে।
 
অভিযোগ অনুযায়ী মামলার আসামিরা হলেন এসিআই ফুড লিমিটেডের (রাইস ইউনিট) স্বত্বাধিকারী আরিফউদ্দৌলা (৪৫),  এসিআই ফুডের সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল মামুন (৩০)। শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী শামীমা ইসলাম (৫০) এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এনামুল হক (৫২)। জব্দকৃত ধান-চাল শেরপুর থানার পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
 
শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী শামীমা ইসলামের স্বামী শফিকুল ইসলাম (শিরু) বলেন, 'যেহেতু আমাদের কারখানাটি এসিআই ফুড লিমিটেডের কাছে ভাড়া দেওয়া রয়েছে তাই অবৈধভাবে মজুদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
 
মামলা প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, মামলা হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি