ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাগরপুরে তৃণমূলের সাথে মতবিনিময় সভায় উপজেলা আ'লীগ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২২-১-২০২৩ রাত ৯:৫৩
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কেন্দ্রীয় আ'লীগের নির্দেশে আজ ২২শে জানুয়ারি'২৩ রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা আ'লীগ কার্যালয়ে নাগরপুর উপজেলা আ'লীগের উদ্যোগে  বর্তমান সরকারের উন্নয়নের নানা চিত্র সাধারন জনগণের মাঝে পৌঁছানো ও দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করে তোলার লক্ষ্যে তৃণমূল আ'লীগ  ১২ টি ইউনিয়ন ও ১০৮ টি ওয়ার্ড আ'লীগের নেতৃবৃন্দদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
আজকের এই তৃণমূল আ'লীগের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আ'লীগ নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের সাবেক সফল সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব, সফল নেতৃত্ব, নাগরপুর উপজেলা আওয়ামী নেতৃবৃন্দদের ভরসার শেষ আশ্রয়স্থল আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম।উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা আ'লীগের বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে মো: কুদরত আলী।
 
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মতবিনিময় সভাটি শুরু হয়।আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা আ'লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু লক্ষ্মী কান্ত সাহা, সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি, বাবু গোপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি মো: আনিসুর রহমান আনিস, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জহুরুল আমিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: আরশাদ হোসেন চঞ্চল, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, শ্রম বিষয়ক  সম্পাদক মোঃ আব্দুল লতিফ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রৌশন আরা মাছুদা, উপজেলা আ'লীগের সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ হামিদুর রহমান লালন, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ শহিদুল হক কিরণ, মোঃ শামীম আহসান সহ উপজেলা আ'লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
এছাড়া আরো উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান শেখ মোঃ জজ কামাল, মোকনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ শফিকুল ইসলাম, আ'লীগ নেতা মোঃ ছানিয়ার হোসেন সহ ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।উক্ত মত বিনিময় সভায় নাগরপুর উপজেলাধীন সকল ইউনিয়ন এবং ওয়ার্ড আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ ( নাগরপুর দেলদুয়ার) থেকে নৌকা মার্কাকে পুনরায় নির্বাচিত করে আ'লীগকে সরকার গঠনের সহায়তা করার সকল দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
 
আজকের এই মত বিনিময় সভার সভাপতি এবং নাগরপুর উপজেলা আ'লীগ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম তাঁর বক্তব্যে বলেন-  আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের নিকট গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই আ'লীগকে পুনরায় সরকার গঠন করার লক্ষ্যে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) থেকে নৌকা মার্কার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে আপনারা যারা ইউনিয়ন নেতৃবৃন্দ রয়েছেন অতি দ্রুত ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা এবং সকল ওয়ার্ড আ'লীগের বর্ধিত সভার আয়োজন করবেন।
 
আমরা এখান থেকে উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ  সকল বর্ধিত সভায় অংশগ্রহণ করব, ইনশাআল্লাহ।এছাড়াও আমি আরেকটি বিষয় সকল নেতৃবৃন্দদের মাঝে পৌঁছে দিতে চাই যা হলো - যদি কেউ দলকে অবমাননা করে  বা দলের সিদ্ধান্তকে না মেনে নিজস্ব গতিতে বা নিজস্ব আঙ্গিকে কাজ করে যেতে চায় তাহলে এরপর থেকে আর সুযোগ দেওয়া হবে না।আমরা নাগরপুর উপজেলা আ'লীগ সেই সকল নেতৃবৃন্দদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করব।সর্বশেষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের আস্থার প্রতীক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী নৌকা মার্কার প্রার্থী যিনি হোন না কেন আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে  কাজ করে নৌকা মার্কার প্রার্থীকে নির্বাচিত করে পুনরায় আ'লীগ সরকার গঠন করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত‍্যয়ে দৃঢ়ভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।এরপর উপস্থিত সকল তৃণমূল নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজকের এই মধ্য বিনিময় সভাকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় অনুষ্ঠান সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি