একটি আহবান
একটি আহবান
মোঃআহছানউল্লাহ
করেছে বুকের রক্ত দান।
একটি ডাক,
জনতা হয়েছে ঐক্যের ঝাক।
একটি স্লোগান,
করেছে রাষ্ট্রের কল্যান।
একটি বজ্রকন্ঠ,
ভেঙ্গেছে শিকল স্তম্ভ।
দেশজুড়ে ছিল আধার মায়ের আর্তনাদ,
দেশজুড়ে চলছে তান্ডব অগ্নিপাত।
মমতার ভালবাসা কলিজার টুকরার ধন,
মেহেদী হাতে নববধূ নরপশুতে করেছে ধর্ষণ।
ঝাকে ঝাকে তরুন যুবক করেছেন বেচে থাকার লড়াই,
চলো চলো তরুন সেনা দেশ মাকে বাচাই।
স্বাধীনতার চেতনায় রক্তাক্ত আমার বাংলার মাটি,
মীরজাফরদের পথচলায় কেদেছে মা মাটি।
এক একে সংগ্রাম লড়াইয়ে কেটেছে নয়টি মাস,
পরাধীনতার থেকে মুক্ত হবে ছিল মনের বিশ্বাস।
মুক্ত দেশ মুক্ত মা মাটি পেল স্বাধীনতা,
লিপিবদ্ধ করেছি আজ বায়ান্ন বছর আগের কথা।
উনিশ শত একাত্তর রক্তে ভেজা দেশ,
এনেছিল স্বাধীনতা ডিসেম্বর এর শেষ।
ষোলই ডিসেম্বর মা মাটি দেশ হয়েছিল মুক্ত,
বিজয়ের বায়ান্ন বছরে মা মাটি দেশ হয়নি শক্রু মুক্ত।
ছিনেছে বিজয় এনেছে সন্মান দিয়েছে স্বাধীনতা,
আমার দেশের দিয়েছেন এনে লাল সবুজের পতাকা।
একাত্তরের স্মৃতি কথা শুনেছি গুরুজনের মুখে,
যাদের আত্মত্যাগে আজ আমরা আছি পরম সুখে।
বিজয়ের মাসে বিজয়ের জয়গান বাংলার অলি গলি,
সকল বীর শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
এমএসএম / এমএসএম
একজন ফাঁকিবাজ
বৃষ্টি ভালোবাসো!
নিষ্ফল ডায়েট
মুখোশ
অনিকেত জীবনের গল্প
আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’
বহুরূপী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা
একুশ ও আমরা
মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
অপূর্ব চৌধুরী'র নতুন বই