ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ডা. অপূর্ব চৌধুরী'র স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক বই


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩১-১-২০২৩ বিকাল ৬:৩৭

নিজের শরীর সম্পর্কে জানতে কার না আগ্রহ আছে!  মানব শরীরের জটিল কাজগুলো কেমন করে হয়, শরীরবিদ্যার রহস্যময় এই আকর্ষণীয় জগৎটি সবসময়ই মানুষের কাছে ছিল চিত্তাকর্ষক । হৃদয়ের স্পন্দন থেকে শুরু করে মস্তিষ্কের নিউরন পর্যন্ত ঘটে যাওয়া অসংখ্য বিষয় কেন ঘটে, কীভাবে ঘটে, কিংবা কী ঘটে, ডা. অপূর্ব চৌধুরী'র "শরীরের যত কেন" বইটি মানবদেহের এমনসব দৈনন্দিন জটিলতাগুলোকে গভীরভাবে বর্ণনা করে তার পেছনের রহস্যগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন ।

বইটি আমাদেরকে দৈনন্দিন জীবনের বিভিন্ন অসুস্থতা এবং সমস্যার লক্ষণগুলোকে চিনতে এবং তার সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে তোলে । যখন আমরা বুঝতে পারি যে - আমাদের শরীর কীভাবে কাজ করে এবং কোন একটি সমস্যা হলে এটি কেন হয়, তখন আমরা অসুস্থতা কিংবা সমস্যার লক্ষণগুলো শনাক্ত করতে এবং উপযুক্ত চিকিৎসায় যত্ন নেওয়ার সাথে নিজেদের শরীরকে সেভাবে প্রস্তুত করতে সক্ষম হই ।

ডা. চৌধুরী'র লেখা এবং প্রকাশের শৈলী সাবলীল । বিজ্ঞান এবং শরীর বিজ্ঞানকে সরল ভাষায় প্রকাশ করলে দৈনন্দিন জীবনকে আরও সহজ ভাবে বুঝতে সাহায্য করে । "শরীরের যত কেন" বইটি তেমন করে পাঠকদেরকে গাইড দিয়ে শরীরের আভ্যন্তরীণ প্রক্রিয়াটিকে সহজভাবে সামনে এনে আলোচনা করার চেষ্টা করেছেন । তথ্যপূর্ণ, সুন্দর গদ্য এবং আকর্ষণীয় ভাবে বিজ্ঞানকেও গল্প বলার ঢংয়ে লেখক দেহতত্ত্বের বিষয়কেও জীবন্ত করে তুলে এনেছেন ।

সহজে বোধগম্য ভাষা, জটিলতা পরিহার করে নিটোল গদ্যের মাধ্যমে লেখক পাঠকদেরকে এমনভাবে শরীরের বিভিন্ন ক্রিয়া-কলাপ সম্পর্কে গাইড এবং ব্যাখ্যা দিয়েছেন, যাতে করে স্নায়ুতন্ত্রের জটিলতা থেকে এন্ডোক্রাইন সিস্টেমের জটিলতাগুলোর সাথে সম্পর্কিত নিজের দেহকেও বুঝতে আগ্রহী হয়ে ওঠে ।


শরীরের যত কেন 
ডা. অপূর্ব চৌধুরী 

প্রকাশনী : ভাষাচিত্র প্রকাশনী 
প্রচ্ছদ : সারাজাত সৌম 
মলাট মূল্য : ৩৭৫ টাকা 
প্যাভিলিয়ন : ৩২
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩

প্রীতি / প্রীতি