ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সরফভাটায় সড়কে তীব্র যানজট, নিরসনের উদ্যোগ ইউপি চেয়ারম্যানের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ৯:৫৭
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার চার ইউনিয়নে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হাজী সৈয়দ আলী সড়ক। এই সড়কের সরফভাটা ক্ষেত্রবাজার এলাকায় প্রায়শই তীব্র যানজটে লেগে থাকে। সড়ক দখল করে সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিক্সা দাঁড়ানো, সড়কের বাকে যাত্রী উঠানামাসহ বিভিন্ন কারণে এই যানজট যেন নিত্য সঙ্গী এই সড়ক পথে চলাচলকারী হাজার হাজার যাত্রীর। তবে এবার যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে তিনি স্থানীয় অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করে যাত্রী উঠানামাসহ গাড়ি দাড়ানোর স্থান  নির্ধারন করে দেন। এছাড়া চালকদের একটি সংগঠন তৈরি করে দিয়ে তাদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেন। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী সরফভাটা ক্ষেত্রবাজারের যানজট নিরসনে অটোরিকশা চালকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া শৃঙ্খলা মেনে গাড়ি চালানোসহ চালক ও যাত্রী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি। 
 
যুবলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, মাহবুব আলম, মোহাম্মদ হোসেন, হাজী মোহাম্মদ ইলিয়াস, আলমগীর রানা, আব্দুস সবুর, মোহাম্মদ শুক্কুর, জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আনোয়ার, রফিকুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম,  আবদুল মোনাফ, নুরুল আলম, মাওলানা আবুল বয়ান, যুবলীগ নেতা মঈন উদ্দিন মহির, মো. হাসান, মো. আনোয়ার, ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম রাজ, সিএনজি অটোরিকশা চালক কাজী আব্দুস শহীদ বুলবুল, মো. সালাউদ্দিন, নুরুল কবির, মো. তৈয়ব প্রমুখ। শেষে চালকদের সর্বসম্মতিক্রমে কাজী আব্দুস শহীদ বুলবুলকে সভাপতি ও  মোহাম্মদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ৩ বছরের জন্য সরফভাটা অটো রিক্মা চালক সমবায় সমিতি কমিটি গঠন করা হয়।
 
এদিকে চালকদের শৃঙ্খলা ফেরাতে ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। নুরুল আবছার নামে এক শিক্ষক বলেন, "এটি অবশ্যই ভাল উদ্যোগ। তবে মাঠপর্যায়ে এটি যেনো বাস্তবায়ন হয়, সেদিক নজর রাখতে হবে।"
 
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার সরফভাটার তীব্র যানজট নিরসনে অটোরিকশা চালকদের সাথে আলোচনা সভায় বক্তব্য দেন চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন