সরফভাটায় সড়কে তীব্র যানজট, নিরসনের উদ্যোগ ইউপি চেয়ারম্যানের
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার চার ইউনিয়নে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হাজী সৈয়দ আলী সড়ক। এই সড়কের সরফভাটা ক্ষেত্রবাজার এলাকায় প্রায়শই তীব্র যানজটে লেগে থাকে। সড়ক দখল করে সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিক্সা দাঁড়ানো, সড়কের বাকে যাত্রী উঠানামাসহ বিভিন্ন কারণে এই যানজট যেন নিত্য সঙ্গী এই সড়ক পথে চলাচলকারী হাজার হাজার যাত্রীর। তবে এবার যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে তিনি স্থানীয় অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করে যাত্রী উঠানামাসহ গাড়ি দাড়ানোর স্থান নির্ধারন করে দেন। এছাড়া চালকদের একটি সংগঠন তৈরি করে দিয়ে তাদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেন। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী সরফভাটা ক্ষেত্রবাজারের যানজট নিরসনে অটোরিকশা চালকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া শৃঙ্খলা মেনে গাড়ি চালানোসহ চালক ও যাত্রী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি।
যুবলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, মাহবুব আলম, মোহাম্মদ হোসেন, হাজী মোহাম্মদ ইলিয়াস, আলমগীর রানা, আব্দুস সবুর, মোহাম্মদ শুক্কুর, জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আনোয়ার, রফিকুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আবদুল মোনাফ, নুরুল আলম, মাওলানা আবুল বয়ান, যুবলীগ নেতা মঈন উদ্দিন মহির, মো. হাসান, মো. আনোয়ার, ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম রাজ, সিএনজি অটোরিকশা চালক কাজী আব্দুস শহীদ বুলবুল, মো. সালাউদ্দিন, নুরুল কবির, মো. তৈয়ব প্রমুখ। শেষে চালকদের সর্বসম্মতিক্রমে কাজী আব্দুস শহীদ বুলবুলকে সভাপতি ও মোহাম্মদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ৩ বছরের জন্য সরফভাটা অটো রিক্মা চালক সমবায় সমিতি কমিটি গঠন করা হয়।
এদিকে চালকদের শৃঙ্খলা ফেরাতে ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। নুরুল আবছার নামে এক শিক্ষক বলেন, "এটি অবশ্যই ভাল উদ্যোগ। তবে মাঠপর্যায়ে এটি যেনো বাস্তবায়ন হয়, সেদিক নজর রাখতে হবে।"
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার সরফভাটার তীব্র যানজট নিরসনে অটোরিকশা চালকদের সাথে আলোচনা সভায় বক্তব্য দেন চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
এমএসএম / এমএসএম
ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য
তিতাসের মাদক কারবারি মালেক মিয়ার জুয়া ও মাদক থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী
নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য যুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
Link Copied