চন্দনাইশ পৌরবাসীকে প্যানেল মেয়র আলহাজ আবু তৈয়বের ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চন্দনাইশ পৌরবাসীসহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র আলহাজ মুহাম্মদ আবু তৈয়ব। চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম রুবেলের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এ শুভেচ্ছা জানান।
এ সময় প্যানেল মেয়র আলহাজ আবু তৈয়ব বলেন, করোনা মহামারীর মধ্যে আবারো আমাদের মাঝে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আঘাতে এবারো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সকলেই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারা সচ্ছল ব্যক্তি আছে তারা যেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে পরিপূর্ণ হবে ঈদের আনন্দ।
তিনি আরো বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শনস্বরূপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।
পরিশেষে পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করেন তিনি।
এমএসএম / এমএসএম