বইমেলায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রকাশনায় পাওয়া যাচ্ছে ছয়টি বই
চলছে বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত 'অমর একুশে বইমেলা'। মেলায় মানুষের আনাগোনা বেশ ভালো। নিয়মতান্ত্রিকভাবে বইমেলা পুরো ফেব্রুয়ারী মাসজুড়ে চললেও করোনাপরিস্থিতিসহ বিভিন্ন কারণেই মেলা শুরু হতে বেশ খানিকটা সময় দেরি হয়েছে । উপস্থিতি, পাঠকের চাহিদা, প্রকাশনীগুলোর প্রত্যাশা ইত্যাদি বিষয় নিয়ে প্রতিদিন বিভিন্ন প্রকাশনীর আশা-আকাঙ্ক্ষা এবং নতুন কি বই আসছে তা পাঠকদের জানাতে বাংলা ইনসাইডারের এই আয়োজন।
প্রতিবারের মতো এবারো অমর একুশে বইমেলায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রকাশনায় পাওয়া যাচ্ছে নতুন ছয়টি বই। এই ৬ টি বই এর মধ্যে উল্লেখ হল মহীয়সী বঙ্গমাতা, বঙ্গমাতা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক দর্পণ ইত্যাদি।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রকাশনার সবগুলো বই পাওয়া যাচ্ছে টিএসসি গেইট দিয়ে ঢোকার পথে হাতের বাম পাশে লিটল ম্যাগাজিন চত্বর ১২৫ নম্বর স্টলে।
এমএসএম / এমএসএম
Link Copied