ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বইমেলায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রকাশনায় পাওয়া যাচ্ছে ছয়টি বই


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৩:২
চলছে বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত  'অমর একুশে বইমেলা'। মেলায় মানুষের আনাগোনা বেশ ভালো। নিয়মতান্ত্রিকভাবে বইমেলা পুরো ফেব্রুয়ারী মাসজুড়ে চললেও  করোনাপরিস্থিতিসহ বিভিন্ন কারণেই মেলা শুরু হতে বেশ খানিকটা সময় দেরি হয়েছে । উপস্থিতি, পাঠকের চাহিদা, প্রকাশনীগুলোর প্রত্যাশা ইত্যাদি বিষয় নিয়ে প্রতিদিন বিভিন্ন প্রকাশনীর আশা-আকাঙ্ক্ষা এবং নতুন কি বই আসছে তা পাঠকদের জানাতে বাংলা ইনসাইডারের এই আয়োজন। 
প্রতিবারের মতো এবারো অমর একুশে বইমেলায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রকাশনায় পাওয়া যাচ্ছে নতুন ছয়টি বই। এই ৬ টি বই এর মধ্যে উল্লেখ হল মহীয়সী বঙ্গমাতা, বঙ্গমাতা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক দর্পণ ইত্যাদি। 
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রকাশনার সবগুলো বই পাওয়া যাচ্ছে টিএসসি গেইট দিয়ে ঢোকার পথে হাতের বাম পাশে লিটল ম্যাগাজিন চত্বর ১২৫ নম্বর স্টলে।

এমএসএম / এমএসএম