ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় ইএসডিও’র নিরাপদ খাদ্য মেলা ও শীতবস্ত্র বিতরন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-২-২০২৩ বিকাল ৫:৩৩

জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৩ উপলক্ষে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র উদ্যোগে বগুড়ার টিটু মিলনায়তন প্রাঙ্গনে দুই দিন ব্যাপী (০৭ ও ০৮ ফেব্রুয়ারী-২০২৩ ইং) নিরাপদ খাদ্য প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। ইএসডিও’র মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়িত-“টেকসই ও স্বাস্থ্যকর উপায়ে বাংলাদেশের রেস্তোরাঁ এবং পথখাদ্য ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিতকরণ (স্ট্রীট ফুড)”  প্রকল্পের আওতায় এ মেলার  উদ্বোধন উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশা।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তামিম হাসান ও বগুড়া জেলা  নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান  এনামুল হক মন্ডল, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার  আনিসুর রহমান, স্ট্রীট ফুড প্রকল্পের সেফ ফুড কনসালটেন্ট মোস্তাক আহমদ শাহীন, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের জেলা ম্যানেজার মো. মহিদুল হাসান মানিক , শাখা ম্যানেজার মো. সোহেল ,  আরিফুর রহমান, একাউন্টস এন্ড প্রকিউরমেন্ট অফিসার মো: রাকিব হাসান, মো. নাজমুল হোসাইন, মোস্তাকুর রহমান প্রমূখ। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনাল ম্যানেজার মো রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্রীট ফুড প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. লিটন। এছাড়াও তামিম হাসান, মো. রাসেল, এনামুল হক মন্ডল, আনিসুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন ।
মেলার উদ্বোধক মোহাম্মদ রেজাউল করিম বাদশা বলেন, “বগুড়ায় রাস্তাঘাটে প্রচুর দোকানপাট বসে, এদের মধ্যে অনেকেই অসচেতন। তবে স্ট্রীট ফুড প্রকল্পের সুবিধাভোগীরা অনেক সচেতন। আমি আশাবাদী  যারা অসচেতন রয়েছে, তারা প্রকল্পের সুবিধাভোগী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের দেখে শিখবে।”
আলোচনা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। উল্লেখ্য, মেলায় ১০টি স্টল দেয়া হয়। প্রতিটি স্টলে ইএসডিও-স্ট্রীট ফুড প্রকল্পের সুবিধাভোগী ক্ষুদ্র উদ্যোক্তাগণ তাদের নিরাপদ উপায়ে উৎপাদিত খাদ্য প্রদর্শন ও বিক্রয় করেন।

এমএসএম / এমএসএম

ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

তিতাসের মাদক কারবারি মালেক মিয়ার জুয়া ও মাদক থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী

নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য যুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা