অগ্রণী ব্যাংকের সিবিএ সাধারণ সম্পাদক
জয়নালের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে উপার্জিত শত কোটি টাকার সম্পদের সন্ধান
অগ্রণী ব্যাংকের সিবিএ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।অগ্রনী ব্যাংকের এই তৃতীয় শ্রেণীর কেয়ারটেকার পদে চাকরি করা কর্মচারী জয়নাল আবেদীনের অত্যাধুনিক বাড়ি , প্লট, ব্যাংকে কোটি টাকার সঞ্চয়পত্র আছে বলে জানা গেছে। এছাড়া নামে-বেনামে রয়েছে শত কোটি টাকা। একসময়ে লিফট ম্যান হিসেবে চাকরি নেয়া জয়নার আবেদীন বর্তমানে কেয়ারটেকার পদে কর্মরত আছেন।তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পত্রের সূত্রে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য।
ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি পত্রের সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে অনুষ্ঠানে না করে টাকা আত্মসাৎ, ব্যাংকের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের সময় কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ কার্যালয়ের নবম তলায়, অফিস সময়ের পর লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর পরিচালনা,অগ্রণী ব্যাংকের অস্থায়ী মাঠ সহকারীদের স্থায়ীকরণ করবেন বলে সারা বাংলাদেশ থেকে কোটি টাকা ঘুষ নিয়েছে যার বেশিরভাগ এপিশোড এগ্রো হিসাবনম্বর-০২০০০০৪২১২২৪৬ প্রধান শাখা ঢাকা, জমা হয়েছে।
ভোগরা গাজীপুরে তার পাশাপাশি পাঁচ তলা দুটি ভবন রয়েছে যার মূল্য ৭ কোটি টাকা, মাওনা গাজীপুর মৌজায় ১০ কাঠা জমি রয়েছে যার মূল্য দুই কোটি টাকা, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় এক কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে, বরিশাল/ জামালপুরে দশ বিঘার উপরে সম্পত্তির মালিক তিনি। সরকারি পাজেরো গাড়ি নং- ঢাকা মেট্রো-ঘ-১৩-৭২৫২ সার্বক্ষণিক ব্যক্তিগত কাজে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছেন, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ হিসাব নম্বর -০২০০০০০৮৬২৩৮৩ আমিনকোর্ট শাখা,ঢাকা ও হিসাব নম্বর ০২০০০০০০৮৩৮১৯ প্রধান শাখা,ঢাকা, হিসাব দ্বয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা চাঁদা আত্মসাৎ করেছেন তিনি॥
এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকে পদোন্নতি/বদলি/প্রশাসনিক কাজে সরাসরি হস্তক্ষেপ করে অরাজকতা সৃষ্টি, ব্যাংকের সকল নির্বাহী কর্মকর্তাদের জিম্মি করে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নাম বিক্রি করে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করে। পূর্বে জয়নাল আবেদীন বিএনপির জিয়া পরিষদের সদস্য ছিলেন। বর্তমানে খোলস পাল্টে শ্রমিক লীগের নাম বিক্রি করে অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে অর্থ রোজগার করছেন।
দূর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। তার চাকুরীর মেয়াদ শেষ হওয়ার পথে। শীঘ্রই তিনি অবসরে চলে যাচ্ছেন। তার অবসরে যাওয়ার পর তার সিবিএ সাধারণ সম্পাদক পদ নিয়ে বর্তমানে নানা ভাবে দরকষাকষি চলছে।
এ বিষয়ে কথা বললে অগ্রণী ব্যাংকের সিবিএ সাধারণ সম্পাদক জয়নাল আাবেদীন দৈনিক সকালের সময়কে জানান,আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ হযেছিল অনেকদিন আগে তবে সেটা এখন কি অবস্থায় আছে আমার জানা নেই।
এমএসএম / এমএসএম